বসিরহাটের জনসভা থেকে ব্যবধান ঘোষণা করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চার লাখ ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারাবেন বলে দাবি করেছিলেন। এবার সেই দাবিকে বাস্তবায়িত করতে আসরে নামছেন ডায়মন্ডহারবারের সাংসদ। এবার নিজের কেন্দ্রে প্রচারে আগামী ২৭, ২৮ এবং ২৯ মার্চ পর পর তিনদিন উপস্থিত থাকবেন তিনি। নেতা–কর্মীদের নিয়ে বৈঠক করবেন অভিষౠেক। বিধানসভা ভিত্তিক এই বৈঠক আমতলা দলীয় কার্যালয়ে হবে। সেখানে লোকসভা নির্বাচনের প্রচার থেকে ভোট পরিচালনা গোটা বিষয়টি নিয়ে আলোচনা করবেন অভিষেক। তাই সাতটি বিধানসভা কেন্দ্রের নেতৃত্বের সঙ্গে ভোট প্রস্তুতি বৈঠক করবেন🥂 তিনি বলে সূত্রের খবর।
এদিকে আগামী ২৭,২৮ এবং ২৯ তারিখ সাতটি বিধানসভার নেতৃত্বের সঙ্গে পৃথক পৃথক বৈঠকে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের ব্লু প্রিন্ট ওই বৈঠকেই তৈরি হবে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে প্রায় ৩ লাখ ২১ হাজার ভোটের ব্🔯যবধানে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারও ডায়মন্ডহারবার থেকে অভিষেক প্রার্থী। বসিরহাটের জনসভা থেকে অভিষেক নিজেই জানিয়ে দেন এবারে তাঁর জয়ের ব্যবধান কত হবে। আর সেই লক্ষ্যে পৌꦡঁছতে গেলে এই তিনদিনে তিন দফার বৈঠকে স্ট্র্যাটেজি সাজাতেই হবে। আজ, শুক্রবার অভিষেকের সভা রয়েছে কাটোয়ায়। জেলাওয়াড়ি সভা তিনি শুরু করে দিয়েছেন।
আরও পড়ুন: আজ আবার ন🌼য়াদিল্লি যাচ্ছেন সুকান্ত–শুভেন্দু, জট কাটাতেই কি ফের রাজধানী সফর?
অন্যদিকে এই জেলাওয়াড়ি সভাতেই যুক্ত হচ্ছে ডায়মন্ডহারবার। তবে সেখানে কবে সভা করবেন অভিষেক? সেটা এখনও জানা যায়নি। তবে তাঁর নিজের লোকসভা কেন্দ্রে এই তিন দিনে আড়াই থেকে তিনশো নেতা–কর্মীদের নিয়ে বৈঠক করবেন অভিষেক বলেই সূত্রের খবর। বসিরহাটের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এবার ডায়মন্ডহারবার♕ে চার লক্ষের ব্যবধানে বান্ডিল করে দিল্লি পাঠাব। আপনাদের সাহায্যে বসিরহাটের জয়ের ব্যবধান চার লাখ হবে তো? আগেরবার সাড়ে তিন লাখ ছিল। এবারে আরও ৫০ হাজার বাড়াতেဣ হবে।’ আর তা করতেই এখন থেকে উদ্যোগী অভিষেক।