এক প্রেমিক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল তাঁর প্রেমিকার পরিবারের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে মহেশতলা এলাকায়। ওই প্রেমিক যুবক মারাত্মক জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু গত ৪ অক্টোবর চিকিৎসা চলাকালীন হ✃াসপাত🐷ালে মৃত্যু হয় তাঁর। ওই প্রেমিক যুবকের দেহ বাড়িতে নিয়ে যেতেই ওই প্রেমিকা তরুণীর বাড়িতে আগুন লাগিয়ে দেন উত্তেজিত জনতা। পরিস্থিতি উত্তাল হয়ে ওঠায় ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ।
এদিকে স্থানীয় সূত্রে খবর, মৃত যুবক মহেশতলারই বাসিন্দা। রবীন্দ্রনগর থানার 🐼অন্তর্গত আকড়া ফটক ফুলতলা বস্তি সংলগ্ন এলাকার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাঝরাতে প্রেমিকার বাড়িতে গিয়ে দেখা করতেন ওই যুবক। এটা প্রতিবেশীদের নজরে পড়ে। তাঁরাই তরুণীর পরিবারের সদস্যদের কানে তোলে ব্যাপারটি। তারপর ছক কষে ওই যুবককে ধরে ফেলে প্রেমিকার পরিবার। তারপরই গত ৩ অক্টোবর রবীন্দ্রনগর তরুণীর বাড়ির সামনে যুবককে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। ওই যুবককে গার্ডেনরিচ স্টেট জেনারেল হাসপাতাল এবং পরে কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে যুবকের পরিবারের পক্ষ থেকে অভিযোগ, ছেলেকে পিটিয়ে খুন করেছে ওই তরুণীর পরিবার। তাই তরুণীর দুই ভাইয়ের বিরুদ♉্ধে রবীন্দ্রনগর থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। লিখিত অভিযোগে গোটা বিষয়টি জানানো হয়েছে। ওই তরুণীর সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল। এই তরুণীই রাতে ডেকে পাঠাত। তাই ছেলে সেখানে যেত। রাতের অন্ধকারে বাড়িয়ে ঢুকিয়ে নিত ওই তরুণী। যখন ধরা পড়ে গিয়েছে তখন সবটা ছেলেটার উপর চাপিয়ে পিটিয়ে খুন করা হয়েছে। এই খুনের উপযুক্ত শাস্তি দাবি করা হয়েছে।
আরও পড়ুন: এবার চাইল⭕েই মিলবে গাড়িতে বিশেষ নম্বর প্লেট, অনলাইনে আবেদন কর꧒া যাবে
আর কী জানা যাচ্ছে? এই ঘটনাকে কেন্দ্র করে চরমে ওঠে অশান্তি। দেহ এলাকায় ঢুকতেই বেশ কয়েকটি বাড়ি ভাঙচ𓃲ুর করা হয়। অগ্নিসংযোগও করা হয়েছে কয়েকটি বাড়িতে। এই পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে আসে ডায়মন্ডহারবার জেলা পুলিশের বিশাল বাহিনী। এলাকা ঘিরে রাখা হয়েছে। উত্তেজনা থামাতে ওই তরুণীর দুই ভাইয়ের বিরুদ্ধে ৩০২ ধারায় রবীন্দ্রনগর থানা মামলা দায়ের করা হয়েছে। ওই তরুণীর বাড়ির এলাকায় হামলা চালায় উত্তেজিত জনতা। বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।