একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে বাংলায় বিজেপি শুধু পরাজয়ের মুখই দেখেছে। এবার সাগরদিঘি উপনির্বাচনে জয়ের মুখ দেখল বাম–কংগ্রেস জোট। অথচ যে বিজেপি বাংলার প্রধান বিরোধী দল তাঁদের প্রার্থীর জামানত জব্দ হয়ে গেল। সুতরাং সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছে যত না বড় ধাক্কা তার থেকেও অনেক বড় ধাক্কা বিজেপির কাছে। কারণ এবারও দেখা গেল তাঁদের ‘জমানত বাজেয়াপ্ত’ হয়েছে। সুকান্ত মজুমদার বঙ্গ–বিজেপির সভাপতি হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে বাংলার সব বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেই জামানত বাজেয়াপ্ত হয়েছে বিজেপির। সাগরদিঘিতেও সেই ধারা অব্যাহত থাকায় অনেকে খোঁচা দিয়ে ☂বলছেন ‘সুকান্ত ট্রাডিশন’।
কেমন হয়েছে সাগরদিঘির ফলাফল? সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের ফলপ্রকাশের পর দেখা যাচ্ছে, জয়ী প্রার্থী বাইরণ বিশ্বাস পেয়েছেন ৪৭.৩৫ শতাংশ ভোট। তৃণমূল পেয়েছে ৩৪.৯৩ শতাংশ ভোট। বিজেপি পেয়েছে ১৩.৯৪ শতাংশ ভোট। সংখ্যার হিসাবে বাইরণের ঝুলিতে গিয়েছে ৮৭৬৬৭টি ভোট। তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৬৪৬৮১টি ভোট। আর বিজেপি প্রার্থী দিলীপ সাহা পেয়েছেন মাত্র ২৫৮১৫টি ভোট। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই সাগরদিঘি থেকেই বিজেপি প্রার্থী মাফুজা খাতুন পেয়েছিলেন ৫৪ হাজারের বেশি ভোট। একুশের বিধানꩲসভা নির্বাচনে সেই ভোট কমে ৪৫ হাজার হলেও দ্বিতীয় স্থানে শেষ করেছিল বিজেপি। এখন তৃতীয় তথা শেষ স্থানে।
ঠিক কী বলছেন বিজেপি রাজ্য সভাপতি? এই হার তিনি লুকাতে চাইছেন। তাই শাক দিয়ে মাছ ঢাকার জন্য বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ বলেন, ‘মুসলিম ভোট তৃণমূল থেকౠে সরছে। এটা ভাল লক্ষ্মণ। মুসলিমরাও বুঝতে পারছেন তৃণমূল তাদের কোনও উন্নয়ন করতে পারবে না। তাই মানুষ তৃণমূল কংগ্রেস থেকে সরে এসেছে। আমি তাদের বলব, নাগাল্যান্ডের দিকে♌ দেখুন। যেখানে ৯৮ শতাংশ সংখ্যালঘু খ্রিষ্টান, ☂তাঁরা কিন্তু মোদীজির ওপর ভরসা রেখেছেন।’