এবার অতিরিক্ত ১০ হাজার টাকা করে পুজোর অনুদান পাবে ক্লাব, বারোয়ারী সহ দুর্গাপুজোর উদ্যোক্তারা। অর্থাৎ ৫০ হাজার টাকা থেকে অনুদান বৃদ্ধি করে ৬০ হাজার টাকা করে দিলেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি অনুদান বৃদ্ধির ব্যাপারে ঘোষণা করেন। এদিন তিনি জানিয়েছেন, আমার কিন্তু ভাঁড়ার শূন্য। কেন্দ্র টাকা দিচ্ছে না। তা সত্ত্বেও এবার ৫০ হাজার টাকাটা ৬০ হাজার টাকা করেদিলাম। তুমুল করতালি দিয়ে মমতার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পুজোর উদ্যো𓄧ক্তারা। পুজোর বিদ্যুৎ বিলে ৬০ শতাংশ ছাড় দেওয়ার ব্যাপারে অনুরোধ করছি। অর্থাৎ সব মিলিয়ে ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে এবার।
এদিকে ক্লাবগুলিকে কেন এভাবে পুজো অনুদান দেওয়া হয় তা নিয়ে অতী𓆉তেও নানা প্রশ্ন উঠ𒀰েছে। ক্লাবগুলিকে হাতে রাখার জন্য় রাজ্য সরকার এভাবে বিপুল টাকা খরচ করে বলেও অতীতে অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। তবে ꦇসেই বিতর্ককে অবশ্য় বিশেষ গুরুত্ব দেয়নি সরকার। এবার অনুদান বাড়িয়েও দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন উঠছে নানা ঘটনাক্রমের জেরে অস্বস্তিতে পড়েছে বাংলার সরকার। সেক্ষেত্রে ড্যামেজ কন্ট্রোলের জন্যই কি এবার অনুদান এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল?
খোদ মমতা বন্দ্যোপাধꦍ্যায় বার বার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলেছেন। রাজকোষেরও নাকি টানাটানির অবস্থা। সরকারি কর্মীদের ডিএ নিয়ে নানা বঞ্চনার অভিযোগ। তার মধ্য়ে দুর্গাপুজোর অনুদান ক্লাবগুলিকে দেওয়ার ব্যাপারে বার বার সমালোচনার মুখে পড়তে হয়েছে সরকারকে। তবে সেসবকে পাশ কাটিয়েಞ বাড়িয়ে দেওয়া হল পুজোর অনুদান। তবে সেক্ষেত্রে এবারও রাজকোষে চাপ পড়তে পারে সরকারের।