এক যুবককে কান ধরে ওঠবোস করানোর অভিযোগ উঠল চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে। স্বাস্থ্যকর্মীকে হেনস্থার কারণে বিধায়ক ওই যুবককে কান ধরিয়ে ওঠ বোস করান বলে অভ𓃲িযোগ। এই ঘটনার ছবি সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে। তারপরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। যদিও ঘটনার কথা স্বীকার করেছেন বিধায়ক এবং তিনি দাবি করেছেন, এতে তিনি ভুল কিছু করেনি। এনিয়ে বিধায়☂ককে আক্রমণ করেছে বিজেপি।
আরও পড়ুন: অসিত মজুমদারের পা টিপছেন পঞ্চায়েত সমিতির সদস্য, তৃণমꩵূল বিধায়কের ছবি ভ♑াইরাল
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে। বিধানসভা থেকে বাড়ি ফিরছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনি দিল্লি রোড হয়ে ব্যান্ডেলে ফিরছিলেন। সেই সময় তা🎀র চোখে পড়ে কাজিডাঙার কাছে পোলবা হাসপাতালে কয়েকজন মিলে একজনকে হেনস্থা করছে। এরপর তিনি জানতে পারেন আসলে ওই যুবকরা একজন স্বাস্থ্যকর্মীকে হেনস্থা করছেন। এর পরে গাড়ি দাঁড় করিয়ে তিনি নেমে পড়েন। এভাবে স্বাস্থ্যকর্মীরকে হেনস্থা করতে দেখে বেজায় ক্ষুব্ধ হন বিধায়ক। ঘটনায় যারা হেনস্থা করছিল তারা পালিয়ে গেলেও একজন অভিযুক্ত সেখানে ছিল। তখন সেই যুবককে পেয়ে বিধায়ক তাকে বকাবকি করেন এবং কান ধরে ওঠবোস করান। অনেকেই সেই ঘটনার দৃশ্য ভিডিয়ো রেকর্ড করেন। পরে তার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। এরপর বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপি।