আধার লিংক করতে গিয়ে রাজ্যে এখনো পর্যন্ত ৪ লক্ষ ০৯ হাজার ভুয়ো জবকার্ড ধরা পড়েছে। বুধবার পূর্ব মেদিনীপুরের এগরায় এক জনসভায় এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরে এই নিয়ে একটি টুইটও করেন তিনি। তবে সভায় করা শুভেন্দুর দাবি সঙ্গে তাঁর টুইট করা তথ্যে কিছু অমিল রয়েছে।এদিন শুভেন্দু বলেন, ‘১০০ দিনের কাজের টাকা আমরা না কি আটকে রেখেছি। আমরা ১০০ দিনের কাজের টাকা আটকাইনি। আমরা ১০০ দিনের কাজে স্বচ্ছতা দাবি করেছি। আধারের সঙ্গে জব কার্ডের লিংক হয়েছে। ১৪ ডিসেম্বর পর্যন্ত ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। ৪ লক্ষ ০৯ হাজার ভুয়ো জব কার্ড বেরিয়েছে। এই সব কার্ডধারীদের কোনও অস্তিত্ব নেই। তাহলে এই ৪ লক্ষ ০৯ হাজার যে ভুয়ো জবকার্ড বেরিয়েছে এদের টাকা গত ১০ বছর ধরে কোন ভূতেদের অ্যাকাউন্টে এসেছে এটা জানতে চাই’।যদিও শুভেন্দু অধিকারী টুইট করে যে তথ্য দিয়েছেন তাতে দেখা যাচ্ছে বুধবার পর্যন্ত রাজ্যে ৭৫.৪১ শতাংশ আধার লিংক করার কাজ শেষ হয়েছে। এখনো পশ্চিমবঙ্গে ৮০ লক্ষ ৯৪ হাজার জব কার্ড রয়েছে যার সঙ্গে আধার লিংক হয়নি। ১০০ দিনের কাজের দুর্নীতির সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা।১০০ দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে বলে বার বার অভিযোগ করছে রাজ্যের শাসকদল তৃণমূল। এই অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাদের দাবি, ক্ষমতায় আসতে না পেরে পশ্চিমবঙ্গবাসীকে ভাতে মারার চেষ্টায় রয়েছে বিজেপি।