স্ত্রীর হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যেই আত্মঘাতী হলেন স্বামী। ঘটনা মুর্শিদাবাদের ভগবানগোলা থানা এলাকার সুবর্ণমৃগীর। মৃতের পরিবারের অভিযোগ, মিথ্যে অভিযোগের অপবাদ ▨থেকে বাঁচতে আত্মঘাতী হয়েছেন জর্জেস শেখ (৩২) নামে ওই ব্যক্তি। ঘটনার তদন্ত করেছে পুলিশ।
স্থানীয়রা জানাচ্ছেন, জর্জেসের সঙ্গে তাঁর স্ত্রী আয়েশা বিবির (২৬) সঙ্গে বনিবনা ছিল না। আয়েশা আলাদা থাকতেন। দম্পতির ২টি সন্তান রয়েছে। কলকাতায় সবজি বিক্রি করে দিন গুজরান করতেন তিনি। সকালের ট্রেনে জিয়াগঞ্জ থেকে কলকাতায় আসতেন সবজি ꦡনিয়ে। গভীর রাতে ফিরতেন বাড়িতে।
মোটর ট্রেনিং স্কুলের আড়ালে চলত জালিয়াতি চক্র, উল্টোডাঙায় ED হানায় মিলল নয়া তথ্য
বুধবার রাতে জিয়াগঞ্জ স্টেশনে নেমে টোটো করে বাড়ি ফে🎃রার সময় তাঁর ওপর হামলা চালায় ২ দুষ্কৃতী। গলার নলি কেটে খুন করে আয়েশাকে।꧙ টোটো চালক পুলিশে খবর দেন। দেহ উদ্ধার করেন পুলিশকর্মীরা। এর পর জর্জেসের বিরুদ্ধে খুনের অভিযোগ এনে FIR করে আয়েশার পরিবার।
বৃহস্পতিবার সকালে স্থ♔ানীয়রা দেখেন, একটি গাছ থেকে জর্জেসের দেহ ঝুলছে। পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে অনুমান, আত্মঘাতী হয়েছেন যুবক।
ভগবানগোলা থানার সূত্রে জানা গিয়েছে, তদন্ত শুরু হয়েছে। সত্যিই জর্জেসই আয়োশাকে খুন করেছিলেন কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ওদিয়ে মৃত যুবকের পরিবারের দাবি খুনে♈র মিথ্যা অপবাদ থেকে বাঁচতে আত্মঘাতী হয়েছেন জর্জেস।