তীর্থক্ষেত্র হিসেবে নদিয়ার নবদ্বীপ ধামের গুরুত্ব অপরিসীম। আন্তর্জাতিক ক্ষেত্রে নবদ্বীপধামের গুরুত্ব রয়েছে। প্রতিদিন বহু ভক্ত আসেন নবদ্বীপ ধামে। এই অবস্থায় অমৃত ভারত প্রকল্পের আওতায় তারকেশ্বরের মতোই নবদ্বীপ ধাম স্টেশনকেও আন্তর্জাতিক মানের গড়ে তুলবে রেল। এই স্টেশনকে একেবারে ঢেলে সাজানো হবে। এর🗹 জন্য ইতিমধ্যেই অর্থ অনুমোদন করেছে রেল।
আরও পড়ুন: ‘অম🔯ৃত ভারত’ প্রকল্পে ভোলবদল হবে তারকেশ্বরের, জোর কদমে কাজ শুর💝ু
সারা ভারতের প্রচুর মানুষ নবদ্বীপ ধামে তীর্থ করতে আসেন। ভারতীয় রেল এইসব তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে অমৃত ভারত প্রকল্পের আওতায় নবদ্বীপ ধাম স্টেশনটিকে নতুনভাবে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় দেশের মোট ১ হাজার রেল স্টেশনের অধুনিকীকরণের কাজ চলছে। এই রাজ্যে অমৃত ভারত প্রকল্পের আওতায় রয়েছে ৩৭টি রেল স্টেশন। তার মধ্যে পূর্ব রেল পেয়েছে ২৮টি রেল স্টꦛেশন। নবদ্বীপ ধাম হল তার মধ্যে একটি। এই প্রকল্পের মাধ্যমে স্টেশনটিতে উন্নতমানের পরিষেবা, উন্নতমানের প্ল্যাটফর্ম শেড, বসার জায়গা ও ঢোকা বেরোনোর রাস্তা তৈরি করা হবে। নবদ্বীপ ধামকে ঢেলে সাজানোর জন্য 𓃲২১.৮ কোটি টাকা অনুমোদন করেছে ভারতীয় রেল। এই স্টেশনে মোট ১৪১০ বর্গমিটার এলাকায় অমৃত ভারত প্রকল্পের আওতায় কাজ করা হবে। একবার এই কাজ সম্পন্ন হয়ে গেলে ভোল বদলে যাবে নবদ্বীপ ধামের।