দায়িত্ব নেওয়ার পরেই হলদিয়া বন্দরের ক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব বন্দর গড়ে তোলার উপর জোর দিলেন নতুন চেয়ারম্যান পি এল হরনাদ। এর পাশাপাশি ডিজিটালাইজেশনের উপরেও তিনি জোর দিয়েছেন। শনিবার হল♉দিয়া বন্দর পরিদর্শন করেন নতুন চেয়ারম্যান। সেখানে তিনি রিমোট পরিচালিত একটি সার্ভে ভেসেলের উদ্বোধন ꦇকরতে গিয়ে হলদিয়া বন্দরকে আরও উন্নত করার কথা বলেন।
৭০,৩০০ টন কয়লা নিয়ে আমেরিকা থেকে হলদ൩িয়া বন্দরে পৌঁছাল বিশ্বের বৃহত্তম জাহাজ
এর আগে পারাদ্বীপ বন্দরের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন পি এল হরনাদ। হলদিয়া ও কলকাতা বন্দরের যুগ্ম দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। এর আগে হলদিয়া বন্দরের চেয়ারম্যান ছিলেন বিনীত কুমার। এদিন♌ হলদিয়া বন্দর পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন ডেপুটি চেয়ারম্যান অলক কুমার মেহেরা, জেনারেল ম্যানেজার (প্রশাসন) প্রবীণকুমার দাস-সহ অন্যান্য✅ আধিকারিকরা। হলদিয়া বন্দর পরিদর্শন করার পর তিনি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। নতুন চেয়ারম্যান জানান, হলদিয়া বন্দর থেকে পণ্য আমদানি এবং রফতানির সুব্যবস্থা থাকায় সেগুলি কারখানায় দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। বাংলার পাশাপাশি ভারতের শিল্পের ক্ষেত্রে এই বন্দর খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন নতুন চেয়ারম্যান।
প্রসঙ্গত, হলদিয়া বন্দরে কেপসাইজ জাহাজ আনার জন্য সম্প্রতি চুক্তি করেছে বিভিন্ন সংস্থা। গত অগস্ট মাসে হলদিয়া বন্দরে আমেরিকা থেকে কেপসাইজ জাহাজে করে কয়লা নিয়ে এসেছে স্টিল অথরিটি অফ ইন্ডিয♉়া। প্রতি মাসেই স্টিল অথরিটি অফ ইন্ডিয়া হলদিয়ায় একটি করে কেপ সাইজ জাহাজ নিয়ে আসবে বলে জানা গিয়েছে। আর এবার জিন্দাল এবং আদানিদের পণ্যবাহী কেপসাইজ ভেসেল নিয়মিত হলদিয়া বন্দরে আসবে বলে জানা গিয়েছে।