এবার রক্ষাকবচের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণ🍌িক। এর আগে তিনি কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের জন্য আবেদন জানিয়েছিলেন। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। ২০১৮ সালে এক ব্যক্তিকে গুলি চালনার ঘটনায় নিশীথ প্রামাণিকের নাম জড়ায়। তারই প্রেক্ষিতে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের রক্ষাকবচ চান তিনি। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় উচ্চ আদালত। এবার তিনি দ্বারস্থ হলেন শীর্ষ আদালতে।
গোসানিমারিতে তৃণমূল পঞ্চায়েত সদস্য আবু মিঞা ২০১৮ সালে খুন হন। এই ঘটনায় অভিযোগ ওঠে ꦰনিশীথ প্রামাণিক শিবিরের দিকে। অভিযোগ ওঠে, আবুর উপর গুলি, ধারাল অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়। আবুর স্ত্রী তাঁকে বাঁচাতে এলে তাঁর উপরেও হামলার অভিযোগ ওঠে। আবুর ছেলে আসাদুল বাবাকে বাঁচাতে গেলে তাঁর পায়েও গুলি লাগে। এই ঘটনাকে কেন্দ্রে করে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা।
এর নিশীথ প্রামাণিক-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এই মামলায় তিনি হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের কাছে রক্ষা কবচ চান। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে💖।
(পড়ুন। ED এসেছে শুনেই ফোন কেটে 🌳দেন শাহজাহা꧒ন, তার পর বাড়িতে বসেই পরিচালনা করেন হামলা)
জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সহকারী সরকারি আইনজীবী অদিতিশঙ্কর চক্রবর্তী এই মামলা প্রসঙ্গে সাংবাদমাধ্যমকে বলেন, ২২ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে। তিনি জানান, আদালত যেহেতু রক্ষাকবচের আদেবন খারিজ করে দিয়েছে তাই নিশীথ প্রামাণিককে 🐲গ্রেফতার করতে পারবে পুলিশ।
(পড়ুন। অমন হাসিখ🦩ুশি মেয়ে! সূচনার কাণ্ডে হতবাক পরিজন, বন্ধুরা)
তাই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন নিশীথ প্রামাণিক। র্শীষ আদালতের 💫আবেদনে তিনি জানিয়েছেন, ‘বাংলার পরিস্থিতি ভাল নয়। রাজনৈতিক প্রতিহিংসার কারণে যে কোনও দিন আমায় গ্রেফতার করা হতে পারে আমায় রক্ষ কবচ দিন।’ এই মামলায় লড়বে বিজেপিও–এমনটাই জানিয়েছিলেন বিজেপি বিধায়ক 🍎নিখিলরঞ্জন দে। তাঁরা তৃণমূলের ‘নোংরা রাজনীতির’ বিরুদ্ধে নৈতিকভাবে নিশীথ প্রামাণিকের লড়াইয়ের সঙ্গে আছেন বলেন জানিয়েছেন বিধায়ক।
(পড়ুন। তোলা না দেওয়ায় খাস কলকাতায় প্রোমোটারকে পিটিয়ে খুন, অধরা অভিয🌊ুক্তরা)
শীর্ষ আদালত হাইকোর্টের রায় বহাল রাখে কিনা তা জানা ಞযাবে ২২ জানুয়ারি।