নাগাড়ে বৃষ্টির জেরে উত্তরবঙ্গের পাহাড় এবং সমতল বিপর্যস্ত হয়ে পড়েছে। লাগাতার বৃষ্টির জেরে দার্জিলিং এবং কালিম্পং দুই 🍃জাতীয় সড়ক ও নানা জায়গায় ধস নেমেছে। দার্জিলিংয়ের ধস কবলিত এলাকা থেকে ২০ জনকে সরানো হয়েছে। শিলিগুড়ি থেকে কোচবিহার —ফুঁস🦂ছে বিভিন্ন নদী। ইতিমধ্যেই তিস্তা নদী সংলগ্ন এলাকায় জারি করা হয়েছে লাল সতর্কতা। বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা আতঙ্কিত। বিপর্যয় মোকাবিলা দফতর–সহ বিভিন্ন দফতরকে সতর্ক করা হয়েছে।
এদিকে মুষলধারে বৃষ্টি হওয়ায় শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়েছে। এখানের অন্যতম রাস্তা ৫৫ নম্বর জাতীয় সড়ক ভাসছে। রাতভর বৃষ্টির জেরে জাতীয় সড়কের চুনাভাটিতে নেমেছে ধস। পাহাড় থেকে মাটি, পাথর একেবারে রাস্তায় এসে পড়েছে। তাতে রাস্তা অবরুদ্ধ হয়ে🌱 পড়েছে। ধস নামার জেরে কালিম্পংয়ের ১০ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। এটাই একমাত্র শিল♑িগুড়ি থেকে কালিম্পং হয়ে সিকিম যাওয়ার রাস্তা। এই ঘটনা নিয়ে ৫৫ নম্বর জাতীয় সড়কের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবব্রত ঠাকুর সংবাদমাধ্যমে বলেন, ‘চুনভাটির ধস সরানো হয়েছে। রাস্তা বন্ধ হয়নি। রম্ভি এলাকা থেকেও ধস সরানো হয়েছে।’
কেমন পরিস্থিতি তৈ✤রি হয়েছে? দার্জিলিংয়ে আরও কয়েকটি এলাকা ধস নেমেছে। সূত্রের খবর, ধসের জেরে মিরিক ব্ল🥀কে বাড়ির ক্ষতি হয়েছে। এখান থেকে ২০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই বিষয়ে দার্জিলিংয়ের জেলাশাসক এস পন্নমবালম বলেন, ‘ধস নেমেছে এমন এলাকাগুলির উপর নজর রাখা হয়েছে। আর পরিস্থিতির মোকাবিলা করতে যথাযথ পদক্ষেপ করা হয়েছে। কালিম্পংয়ের পেডং ও কানকির তিনটি এলাকায় ধস নেমেছে। রাস্তায় ধস নেমেছে। যার জেরে হতাহতের কোনও খবর নেই। ধস সরানোও হয়েছে।’
আরও পড়ুন: আরও ৬ ছাত্রকে তলব করল যাদবপুর থানা, তদন্𓄧তে উঠ✨ে এল চাঞ্চল্যকর তথ্য
আর কী জানা গিয়েছে? পাহাড় এবং সমতলে বৃষ্টি অব্যাহত রয়েছে। শিলিগুড়িতেও বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় দার্জিলিংয়ে ২৭, কার্শিয়াংয়ে ৩৮, শিলিগুড়িতে ৬৭.২০, মিরিকে🔥 ৪৫.৩ এবং কালিম্পংয়ে ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। 𒉰তার জেরে শিলিগুড়িতে ফুলে উঠেছে মহানন্দা নদী। এই ঘটনায় এখন আতঙ্কিত হয়ে পড়েছেন মানুষজন। সেচ দফতর সূত্রে খবর, দার্জিলিং, সিকিম এবং ভুটান পাহাড়ে বৃষ্টির জেরে জলপাইগুড়ি জেলার দোমোহনিতে তিস্তা নদী সংলগ্ন এলাকায় জারি করা হয়েছে লাল সতর্কতা।