মেডিক্যাল পরীক্ষা করিয়ে জেলে ফেরার পথে বাংলার মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় গ্রেফতার হাওয়া বীরভূমের তৃণমূল জেল🏅া সভাপতি, বাংলার সঙ্গে বীরভূমের মানুষকেও আলাদা করে শুভেচ্ছা জানান।
শনিবার তাঁকে শারীরিক পরীক্ষার জন্য দুবরাজপুরের গ্রামীণ হাসপাতালে আনা হয়। বেরোনোর সময় তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, কর্মীদের কোনও বার্তা দ💖িতে চান কিনা। জবাতে তৃণমূল অনুব্রত মণ্ডল বলেন, 'একটাই কথা বলতে চাই, সবার ভালো হোক। বীরভূম তথা পশ্চিমবঙ্গবাসীর নতুন বছর ভালো কাটুক।'
কিছু দিন ধরেই তিনি বুকের ব্যথা ও অন্যান্য সমস্যায় ভুগছিলেন। সে কারণে শনিবার তাঁকে পরীক্ষার জন্য দুবরাজপুরের গ্রামীণ হাসপাতালে আ๊না হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে দেখেন। তার পর বেরিয়ে যান গ্রামীণ হাসপাতাল থেকে। এদিন তাঁকে কিছুটা বিধ্বস্ত লাগছিল। কেমন আছেন, নিজে কিছু জানানি তৃণমূল জেল🍰া সভাপতি। তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আগের চেয়ে তিনি ভালোই আছেন।
গরু পাচার মামলায় তাঁকে গ্রেফতার করে সিবিআই। হিসাববহির্ভুত আর্থিক লেনদেনের অভিযোগে ইডি হেফাজতে নিয়েছে অনুব্রত মণ্ডলকে। তদন্তের প্রয়োজনে তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য আদালতের অনুমতিও পেয়ে গিয়েছে। কিন্তু অন্য এক মামলায় বর্তমানে রাজ্য পুলিশের হেফাজতে রয়েছেন তিনি। বর্তমানে তাঁর ঠাঁই দু🎃বরাজপুর সংশোধনাগারে।