দত্তপুকুরের পর খড়্গপুরে শুটআউট। এক তৃণমূল সমর্থককে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি চালাল দুষ্কৃতীরা। যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তৃণমূল সমর্থকের। 🐠এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত তৃণমূল সমর্থকের নাম ভেঙ্কট রাও। কী কারণে তাকে খুন করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে খড়গপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের ওল্ড সেটেলমেন্ট এলাকায় মাতা মন্দিরের কাছে। রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলেন ওই তৃণমূল সমর্থক।𒊎 তখনই ৩ জন দুষ🍨্কৃতী বাইকে করে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। স্থানীয়দের দাবি, পরপর ৫ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। যার মধ্যে একটি গুলি লাগে তার বুকে, একটি লাগে পিঠে এবং🌌 পায়ে একটি গুলি লাগে। এর ফলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই তৃণমূল সমর্থক। রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় খড়গপুর রেল হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কী কারণে ওই তৃণমূল সমর্থকের ওপর হামলা চালানো হয়েছিল তা স্পষ্ট নয় পুলিশের কাছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে খড়গপুর থানার পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি এলাকার সি🧔সিটিভির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
অন্যদিকে, গতকাল খড়গপুরের ঘটনার ঠিক আগেই সন্ধ্যায় দত্তপুকুরে শুটআউটের ঘটনা ঘটে। দত্তপুকুরের খেজুরতলায় এক বিজেপি নেতাকে গুলি করে খুন করেছে বলে অভিযোগ। নিহত ওই বিজেপি নেতার নাম মন্মথ মণ্ডল। তিনি পেশায় একজন জমি ব্যবসায়ী ছিলেন। ব্যবসায়িক শত্রুতার কারণে তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। ওই বিজেপি নেতার মাথায় এবং ঘাড▨়ের গুলি লেগেছে। এই খুনের ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। যদিও এই অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে অস্ꦜবীকার করা হয়েছে।