দশমীর রাতে পুজো মণ্ডপে গান বন্ধ করা নিয়ে বচসা। আর তার জেরে হাতাহাতি। অবশেষে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার আরবেতাই এলাকায়। মৃত ওই যুবকের নাম সুকুমার সাঁতরা। তার বাড়ি আরবেতাই। পরিবারের অভিযোগ পরিকল্পনা করেই তাকে খ𝓡ুন করা হয়েছে। এই ঘটনায় থানায় খুনের অভিযোগ দায়ের করেছে পরিবার।
অপহরণের পর খুন, ক্যালিফোর্নিয়া🌳য় উদ্ধার ৮ মাসের শিশুসহ ৪ ভারতীয় বংশোদ্ভূতের দেহ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে মণ্ডপে কয়েকজনের মধ্যে হাতাহাতি হয়। তার জেরে গুরুতর আহত হন সুকুমার। স্থানীয়রা তাকে বেথুয়াডহরি গ্রাম🍷ীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করে। মৃতের পরিবারের অভিযোগ, তাদের ছেলেকে খুন করা হয়েছে। এই ঘটনায় পরিবারের তর🎐ফ থেকে নাকাশিপাড়া থানায় পাঁচ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মৃতের ভাই ষষ্ঠী সাঁতরা বলেন, ‘আমার মোবাইলে পুজো মণ্ডপে গান বাজছিল। আমি গান বন্ধ করে মোবাইলটা নিই। তখনই কয়েকজন এসে গান বন্ধ করলি কেন? এই প্রশ্নতুলে আমাকে মারধর করতে শুরু করে। তা দেখে আমাকে বাঁচাতে ছুটে আসে আমার দাদা, ভাই, জ্যাঠা আর মা। ওরা তাদেরও মারধর করে। এমনকি আমার মাকেও মারধর করেছে।’ তার অভিযোগ, ‘পাড়ার পাঁচজন ছেলে রয়েছে তারা প্রতিটি অনুষ্ঠানেই এরকম গন্ডগোল করে। এবারও করেছিল। ওরা পরিকল্পনা করে আমাদের মারধর করেছিল।’ বৃহস্পতিবার মৃত ওই যুবকের দেহ ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায় নাকাশিপাড়া থꦑানার পুলিশ।