বিজেপির সদস্যপদ সংগ্রহ অভিযানে আসানসোলে গিয়ে রাজ্য সরকারকে স্বভাবসিদ্ধ কায়দায় বিঁধলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুক্রবার সকালে সেখানে চা চক্রে যোগদান করেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন দিলীপবাবু।এদিন আসানসোলের বিতর্কিত রূপনারায়ানপুর টোল প্লাজার বিষয়কে টেনে তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটছে। নকল রশিদ ও ছাপিয়ে টাকা তোলা হচ্ছে। প্রশাসন থেকে শুরু করে নেতা-নেত্রী সবাই সেট। এই দুর্নীতি তো হচ্ছেই।’আসানসোলের জামুড়িয়ার বহু কারখানার অবৈধ ভাবে জমি দখল বা নদী চুরির বিষয়কে সামনে রেখে দিলীপবাবু বলেন, ‘যখন কারখানা তৈরি হয়েছিল তখন একবার কর্পোরেশন টাকা নিয়েছে। আবার এখন জরিমানা করে টাকা নেবে। জরিমানা করলেই অবৈধটা বৈধ হয়ে যায় না।’ এ ছাড়াও উপনির্বাচন বা ট্যাব কেলেঙ্কারি নিয়েও মুখ খোলেন তিনি। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, উনি কী সামলাবেন বুঝে উঠতে পারছে না । দল সামলাবেন না দুর্নীতি সামলাবেন না কি রাজ্য।