সরকারি কর্মচারীদের জন্য অ্যাড-হক বোনাসের ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। যাঁরা কোনও ‘নন-প্রোডাক্টিভিটি’ বোনাস প্রকল্পের আওতায় পড়েন ꦬনা বা মাসিক বেতন ৩৭,০০০ টাকার বেশি নয়, তাঁরা ২০২১-২২ অর্থবর্ষের জন্য মাথাপিছু ৪,৮০০ টাকার ভিত্তিতে বোনাস দেওয়া হবে। চুক্তিভিত্তিক কর্মচারীরাও সেই বোনাস পাবেন বলে জানানো হয়েছে।
কারা কারা পাবেন সেই অ্যাড-হক বোনাস?
১) চলতি বছরের ৩১ মার্চের পর যে সরকারি কর্মচারীদের মাসিক বেতন ৩৭,০০০ টাকার বেশি হয়ে গিয়েছে, তবে ২০২১-২২ অর্থবর্ষে ন্যূনতম ছ'মাস মাꩵসিক বেতন ৩৭,০০০ টাকার কম ছিল, তাঁরাও সেই বোনাস পাবেন। অর্থাৎ মাথাপিছু ৪,৮০০ টাকার হারে বোনাস পাবেন ওই সরকারি কর্মচারীরা।
২) যে সরক𓃲ারি 🍬কর্মচারীরা ২০২১-২২ অর্থবর্ষে ন্যূনতম ছ'মাস টানা কাজ করেছেন, তাঁরাও অ্যাড-হক বোনাস পাবেন।
৩) যাঁরা ছ'মাস থেকে এক বছর পর্যন্ত কাজ করেছেন, তাঁদের ক্ষেত্রে 'প্রো রেটা পেমেন্ট' কা𒊎র্যকর হবে।
কবে বোনাস দেওয়া হবে?
🐭মুসলিম সরকা🌸রি কর্মচারীরা ইদের আগে বোনাস পাবেন। বাকি সরকারি কর্মচারীদের ক্ষেত্রে সেই বোনাস দেওয়া হবে দুর্গাপুজোর আগে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে সেই বোনাস পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা।
আরও পড়ুন: 7th Pay Comm𓆏ission: একলাফে 🍰বেসিক পে ৮,০০০ টাকা বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের?
কীভাবে বোনাসের হিসাব করা হবে?
১) 'প্রো রেটা পেমেন্ট'-এর ভিত্তিতে কত বোনাস?
২০২২ সালের ৩১ মার্চ অনুযায়ী মাসিক*মাসের নিরিখে কতদি🌄ন বোনাস পাওয়ার যোগ্য/১💜২= অ্যাড-হক বোনাস (সর্বোচ্চ ৪,৮০০ টাকা)।
২) কমপক্ষে ১২০ দিন কাজ করা ক্যাজুয়াল কর্মী ও ২০২১-২২ অর্থবর্ষে ক꧟নসোলিটেডে পে'র কর্🐻মীদের বোনাস: বেতনের পরিমাণ*২০২১-২২ অর্থবর্ষে উপার্জিত অর্থ/১২= অ্যাড-হক বোনাস (সর্বোচ্চ ৪,৮০০ টাকা)।