প্রধানমন্ত্রী আবাস যোজনার সমীক্ষার দায়িত্বে থাকা আশাকর্মীর বাড়ির পাটের গাদায় আগুন ধরানোর অভিযোগ। বুধবার রাতে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির বলাগড় ব্লকের গুপ্তিপাড়ার আয়েড়া ঘোষপাড়ায়। আক্রান্ত আশাকর্মীর নাম সরস্বতী ঘোষ। অভিযোগ, বুধবার রাতে তাঁর বাড়ির পাটের গাদায় আগুন ধরিয়ে দেয় কেউ বা কারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খবর প্রকাশ্যে আসতে আতঙ্গে আশাকর্মীরা।প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকার সমীক্ষা শুরুর পর থেকেই জেলায় জেলায় আশাকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সমীক্ষার কাছে তালিকাভুক্ত ব্যক্তির বাড়িতে পৌঁছলে আশাকর্মীদের মিথ্যা তথ্য লিখতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ। এই চাপের মুখে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের এক আশাকর্মী আত্মঘাতী হয়েছেন বলেও অভিযোগ। এরই মধ্যে গুপ্তিপাড়ায় আশাকর্মীর পাটের গাদায় আগুন ধরানোর অভিযোগ উঠল।সরস্বতীদেবী জানিয়েছেন, এলাকায় ১৬৩ জনের নাম আবাস যোজনার তালিকায় উঠেছে। কয়েকদিন ধরে এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার সমীক্ষার কাজ করছি। কাল গভীর রাতে হঠাৎ দেখি বাড়ির পাটের গাদা জ্বলছে। তড়িঘড়ি বেরিয়ে জল দিয়ে আগুন নেভাই। পাটের গাদায় কেউ আগুন ধরিয়ে দিয়েছে এব্যাপারে আমি নিশ্চিত।স্থানীয় আরেক আশাকর্মী বলেন, আমাদের একদিনের প্রশিক্ষণ দিয়ে আবাস যোজনার সমীক্ষার কাজ করতে বলা হয়েছে। আমরা স্বাস্থ্যকর্মী। প্রথম থেকেই এসব কাজ করতে আপত্তি জানিয়েছিলাম। কিন্তু তাতে কোনও কাজ হয়নি।বলাগড়ের বিডিও নীলাদ্রি সরকার বলেন, ‘কোনও আশাকর্মীকে ভয় দেখানো হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে বলেছি। কিন্তু এখনো কোনও অভিযোগ পাইনি। কে বা কারা আশাকর্মীর বাড়িতে আগুন দিল তা জানার চেষ্টা করছে পুলিশ।’