রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কোটি-কোটি টাকা উদ্ধারের মধ্যেই এবার🐻 উদ্ধার হল প্র𓂃চুর জালনোট। সেটির মূল্য প্রায় ৪৮ হাজার টাকা! বর্ধমান স্টেশন থেকে এই পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
খাস কলকাতায় জাল নোট ছাপার কারখানার হদিস, ধৃত ২, উদꦿ্ধার ৭০ হাজ🥀ার টাকার জাল নোট
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম হল মহম্মদ রাজু ওরফে রাজুয়া,এমডি আমিন হোসেন এবং এমডি মহিন্নুদ্দিন ওরফে গোবরা। ধৃতদের বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার ভাটপাড়া এলাকায়। শনিবার বিকেলে ধৃতরা ট্রেন ধরার জন্য বর্ধমান স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল। জালনোট পাচারের খবর আগে থেকেই ছিল পুলিশের কাছে। সেই মতোই স্টেশনে হানা দেয় বর্ধমান থানার পুলিশ। সেখানে তাদের গতিবিধি থেকে সন্দেহ হয় পুলিশের। এরপরে তাদের আটক করতেই উদ্ধার হয় ৪৮ হাজার টাকার জাল নোট। সবকটি দুই হাজার টাকার নোট ছিল বলে জাꦿনিয়েছে পুলিশ। পরে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ স🍌ূত্রে জানা যায়, তাদের কাছ থেকে ৪৮হাজার টাকার যে জাল নোট উদ্বার হয়েছে সেগুলি সদ্য ছাপানো হয়েছিল। তারা এই জালনোট নিয়ে কোথায় যাচ্ছিল? আরও কারা কারা এরসঙ্গে যুক্ত রয়েছে? এই টাকা কোথায় পাচার হচ্ছিল? এই সমস্ত তথ্য জানার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে আদালতের কাছে তাদের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। তার ভিত্তিতে পুলিশের আবেদন মঞ্জুর করেন বিচারক। ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।