পঞ্চায়ꦰেত নির্বাচনের আগে আগ্নেয়াস্ত্রের চোরাচালান রোধে বড়সড় সাফল্য পেল বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ। আগ্নেয়াস্ত্রসহ এক চোরাচালানকারীকে গ্রেফতার করল পুলিশ। তার কাছ থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। বারুইপুর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং কাশীপুর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে শোনপুর বাজার থেকে🃏 ওই চোরাচালানকারীকে গ্রেফতার করেছে।
বেআইনি আগ্নেয়꧙াস্ত্র উদ্ধারে জোর দিতে নির্দেশ, রামপুরহাট থেকে শিক্ষা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আসন মোল্লা। গতকাল সন্ধ্যায় শোনপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃত কাশীপুর থানা এলাকার বাসিন্দা। পুলিশ গোপন সূত্রে খবর পায়, রঘুনাথপুর থেকে এক ব্যক্তি শোনপুর বাজারে আগ্নেয়াস্ত্র বিক্রি করার জন্য আসছে। তখনই স্পেশাল অপারেশন গ্রুপ এবং কাশীপুর থানার পুলিশ যৌথ অভিযান চালায়। জানা গিয়েছে, শোনপুর অটোস্ট্যান্ডের কাছে বাইকে করে দাঁড়িয়েছিল ওই ব্যক্তি। তার কাছে একটি ব্যাগ ছিল। এরপর নিশ্চিত হতেই পুলিশ প্রথমে ওই 🔯ব্যক্তিকে আটক করে। তার ব্যাগে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে চারটে আগ্নেয়াস্ত্র। পুলিশের অনুমান বছর পঞ্চাশের ওই ব্যক্তির সঙ্গে আগ্নেয়াস্ত্রের আরও চোরাচালানকারী জড়িত রয়েছে। ধৃতকে আদালতে তুলে আজ পুলিশ হেফাজতের আবেদন জানায় তদন্তকারীরা। তাদের অনুমান, তাকে জেরা করে আরও অনেকের নাম জানা যেতে পারে।
অন্যদিকে, বীরভূমের রামপুরহাট থানার ঝনঝনিয়া বাইপাস রাস্তায় বৃহস্পতিবার গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে༺ গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদে🌸র নাম মনিরুল সেখ ওরফে মনির এবং মোশারফ সেখ। এই দুই দুষ্কৃতী রামপুরহাটের ঝনঝনিয়া বাইপাস রাস্তায় বাইসাইকেলে চড়ে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই দুষ্কৃতকারীকে আটক করে জেরা করে। এরপর তাদের গ্রেফতার করে।