পঞ্জাবের ঘটনার মতো পরীক্ষায় জালিয়াতি করার অভিযোগ উঠল বাংলায়। স্ত্রীর হয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লেন স্বামী। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিট জাল করে পরীক্ষা দিতে যান স্বামী। তবে শেষ রক্ষা হয়নি। তাকে হাতেনাতে ধরে ফেলে কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে গৌড়বঙ্গ বিশ্ববি🦹দ্যালয়ের অন্তর্গত মালদহের চাঁচল কলেজে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন: সালোয়ার, টিপ পরে প্রেমিকꩲার হয়ে পরীক্ষা, পঞ্জাবে ধরা পড়লꩲ যুবক
জানা গিয়েছে, ওই পরীক্ষার্থীর নাম পুষ্পা চৌধুরী। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বিএ জেনারেলের পঞ্চম সেমিস্টারের বাংলা বিষয় পরীক্ষা ছিল। তবে ওই পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় পরীক্ষা দেওয়ার মতো অবস্থায় ছিলেন না। তাই বছর নষ্টের আশঙ্কায় স্ত্রীর হয়ে পরীক্ষা দিতে যান স্বামী সিদ্ধার্থ শঙ্কর দাস। এরজন্য তিনি অ্যাডমিট কার্ডে জালিয়াতি করেন। সে ক্ষেত্রে অ্যাডমিটে পুষ্পার নাম ও ছবি পরিবর্তন করে নিজের নাম ও ছবি বসান। ꦑকিন্তু অ্যাটেন্ডেন্স শিট দেখতেই সন্দেহ হয় কলেজ কর্তৃপক্ষের। অ্যাটেন্ডেন্স শিটে পুষ্পার নাম ছিল অথচ অ্যাডমিডে সিদ্ধার্থ শঙ্করের নাম দেখতেই সন্দেহ হয় কর্তৃপক্ষের। এরপর বিষয়টি নিয়ে সিদ্ধার্থকে জিজ্ঞাসাবাদ করতেই তিনি পুরো ঘটনার কথা স্বীকার করে নেন। তিনি জানান, তার ♚স্ত্রী অসুস্থ থাকার কারণেই তিনি জালিয়াতির পথ বেছে নিয়েছেন। এই ঘটনার পরে কলেজের তরফ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এরপরে পুলিশ ওই পরীক্ষার্থীকে গ্রেফতার করে। জানা যায়, পুষ্পা কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। তবে অসুস্থতার কারণে তার হয়ে তার স্বামী পরীক্ষা দিতে গিয়েছিলেন। শেষ পর্যন্ত তাকে ধরে ফেলে পুলিশ।