আজ, শনিবার সন্ধ্যা ৬টা ৫৩ মিনিটে শুরু হচ্ছে মকরস্নানের পুণ্যলগ্ন। যেটা চলবে রবিবার সন্ধ্যা ৬টা ৫৩ মিনিট পর্যন্ত। তাই ভিড় বাড়তে শুরু করেছে গঙ্গাসাগর মেলায়। এখনই যা পরিস্থিতি, তাতে এবারের জনজোয়ারে সর্বকালীন রেকর্ড ভেঙে দেবে বলে মনে করছে প্রশাসন। এখানে আলো থেকে শুরু করে পুণ্যস্নানের সব ব্যবস্থা করে ফেলেছে প্রশাসন। ✤পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে ঘাট পরিষ্কার–পরিচ্ছন্ন রাখা হচ্ছে। এমনকী প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভিড় নিয়ে কী বলছেন মন্ত্রী? এই পুণ্যস্নান নিয়ে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘ইতিমধ্যে সাগরে পুণ্যস্নান সেরে চলে গিয়েছেন ৩১ লক্ষের বেশি তীর্থযাত্রী। আগা🤡মী দু’দিন আরও ভিড় হবে। ফলে ভক্ত সংখ্যা ৫০ লক্ষ ছাড়িয়ে যে♏তে পারে বলেই মনে করছে প্রশাসন। রবিবার সারাদিন স্নানের সময় পাবেন পুণ্যার্থীরা। তবে এবার সংক্রান্তিতে রাতেও পুণ্যলগ্ন রয়েছে। তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত ৩৩টি হাইমাস্ট আলো এবং ৯০টি ল্যাম্পপোস্ট বসানো হয়েছে।’
আর কী জানা যাচ্ছে? গোটা এলাকা পরিদর্শন করেছেন জনস্বাস্থ্য কারিগরিমন্ত্রী পুলক রায়, পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, দমকলমন্ত্রী সুজিত বসু–সহ জেলা প্রশাসনের কর্তারা। মেলার প্রস্তুতি🗹 দে🐈খেই ভিড় হবে বলে বুঝতে পারছেন সবাই। তাই মন্ত্রীর কথায়, ‘এখনও পর্যন্ত ই–দর্শন করেছেন ৪০ লক্ষের বেশি মানুষ। ই–স্নানের অনলাইন অর্ডার এসেছে ১ হাজার ৮৩৪টি। অনলাইনে পুজেꦇা দিয়েছেন ১০ লক্ষ ৫০ হাজার ভক্ত।’ আর সাগরমেলায় জেলা প্রশাসনের নতুন উদ্যোগ—বন্ধন। পুণ্যার্থীদের ছবি সহ রাজ্য সরকারের ধন্যবাদজ্ঞাপন সার্টিফিকেট প্রদানের কর্মসূচি নেওয়া হয়েছে। বাবুঘাট এবং গঙ🐭্গাসাগর মিলিয়ে ৩৫টি কাউন্টার থেকে এখনও পর্যন্ত সার্টিফিকেট সংগ্রহ করেছেন ২ লক্ষ ৩৪ হাজার ৩৫০ জন।