সম্প্রতি ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে বুলেট ট্রেন তৈরির বরাত পেয়েছে ভারত আর্থ মুভার্স লিমিটেড। সেই সংস্থার হাত ধরেই বাংলায় বন্ধ থাকা এক কারখানা পুনরায় চালু হতে পারে বলে দাবি করা হল। উল্লেখ্য, দুর্গাপুরে অবস্থিত মাইনিং অ্যান্ড অ্যালায়েড মেশিনারি কর্পোরেশন সংস্থার ৪৮ শতাংশের মালিকানা ভারত আর্থ মুভার্স লিমিটেডের হাতে। এই ভারত আর্থ মুভার্স লিমিটেড আবার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে। (আরও পড়ুন: কেমন দেখতে হতে পার🏅ে টিট🌟াগড়ের বন্দে ভারত স্লিপার ট্রেন? ভাইরাল ছবি)
আরও পড়ুন: তীব্র গতির বলি TMC বিধায়কের গাড়ি? ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত ২, হা♏সপাতালে আরও ৩
রিপোর্টে দাবি করা হয়েছে, মাইনিং অ্যান্ড অ্যালায়েড মেশিনারি কর্পোরেশনের কারখানা আপাতত বন্ধ। তবে স্টেটসম্যানের রিপোর্টের বরাত দিয়ে 'আই অ্যাম দুর্গাপুর' নামক এক্স হ্যান্ডেলের তরফ থেকে দাবি করা হল, বন্ধ থাকা কারখানা পুনরায় চালু করার বিষয়ে ৎপর কেন্দ্রীয় সরকার। এর জন্যে নাকি মাইনিং অ্যান্ড অ্যালায়েড মেশিনারি কর্পোরেশনের কনসোর্টিয়াম পার্টনারদের বিশেষ নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, কলকাতা হাই কোর্টে লিকুইডেটরের অফিসে যাওয়ার কথা ছিল মাইনিং অ্যান্ড অ্যালায়েড মেশিনারি কর্পোরেশনের কনসোর্টিয়াম পার্টনারদের। সেই বৈঠকে ট্রেড ইউনিয়নের প্রিনিধিদেরও নিয়ে যেতে বলা হয়েছে। এই বৈঠকে কারখানা পুনরায় চালু করার বিষয়ে কথাবার্তা হতে পারে বলে দাবি করা হয়েছে। (আরও পড়ুন: মণিপুরে মিলল ৩ মহিলা ও ৩ শিশুর দেহ! CM বীরেন, ৩ মন্ত্রী, ৬ MLA🐽-র বাড়িতে হামলা)
আরও পড়ুন: ব্𒐪রাজিলে মোদীর বিশাল কাটআউট জলে ডুবিয়ে প্রতিবাদ আদিবাসীদের, তবে কেন এই কাণ্ড?
এদিকে দাবি করা হয়েছে, মাইনিং অ্যান্ড অ্যালায়েড মেশিনারি কর্পোরেশনের কারখানা পুনরায় চালু করার উদ্দেশ্যে ইতিমধ্যে মেটালার্জিকাল অ্যান্ড ইঞ্জিনিয়রিং কনসাল্ট্যান্টস বা মেকন সমীক্ষা চালু করেছে। প্রসঙ্গত, মেকন কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা। দাবি করা হয়েছে, মাইনিং অ্যান্ড অ্যালায়েড মেশিনারি কর্পোরেশনের যে ল্যান্ডব্যাঙ্ক আছে তা ব্যবহার করার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। (আরও পড়ুন: নাইজেরিয়ায় পৌঁছে 'আবুজার চাবি' পেলেন মোদী, আফ্রিকার মাটিতে উপচে ☂পড়ল মারাঠি আব📖েগ)
আরও পড়ুন: 'বেলডাঙায় বাংলাদেশের কায়দꦚায় হিন্দু নিধন চলছে', মমতাকে তোপ দেগে বিস্ফোরক সুকান্ত
এদিকে কয়েকদিন আগেই ভারতে প্রথম বুলেট ট্রেন তৈরির বরাত পেয়েছিল বিইএমএল বা ভারত আর্থ মুভার্স লিমিটেড। আট কামরার দু'টি ট্রেন তৈরি করবে বিইএমএল। আগামী দুই বছরে সেই ট্রেনগুলি তৈরি হয়ে যাওয়ার কথা। জানা যাচ্ছে, এই ট্রেনগুলি আমদাবাদ-মুম্বই বুলেট ট্র্যাকে ছুটতে পারবে। এই ট্রেনগুলির সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ২৮০ কিমি। এই দু'টি ট্রেন তৈরির জন্যে যে চুক্তি হয়েছে তা হল ♏৮৬৭ কোটি টাকার। জানা গিয়েছে, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির তরফ থেকে এই উচ্চগতি সম্পন্ন ট্রেন তৈরির জন্যে টেন্ডার ডাকা হয়েছিল। তার মধ্যে শুধুমাত্র ভারত আর্থ মুভার্স লিমিটেড দরপত্রের আবদেন জানিয়েছিল। রিপোর্ট অনুযায়ী, এই ট্রেনের প্রতি বগি 🦂তৈরিতে খরচ হবে ২৭.৮৬ কোটি টাকা।