শতাব্দী এক্সপ্রে🤪সে ঢিল ছোড়ার ঘটনায় এক যুবককে গ্রেফতার করল আরপিএফ। তবে উদ্দেশ্য প্রণোদিতভাবে শতাব্দী এক্সপ্রেস এ ঢিল ছোড়ার কথা অস্বীকার করেছে যুবক। আরপিএফকে ওই যুবক জানিয়েছে, ওভার হেডের তারে পাখি ছিল। সেটিকে লক্ষ্য করেই ঢিল ছুড়তে গিয়ে শতাব্দী এক্সপ্রেসে লেগে যায়। পূর্ব বর্ধমানের কিশোরকণা গ্রাম থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। এরপর ওই যুবককে তোলা হয় বর্ধমান আদালতে।
আরও পড়ুন: ফের টার্গেট ট্রেন, এব♍ার শতাব্দী এক্সপ্রেস লক্ষ্য করে উড়ে এল পাথর, ভাঙল কাচ
শতাব্দী এক্সপ্রেস পাথর ছোড়ার ঘটনা ঘটেছিল গত ২৩ জানুয়ারি। বর্ধমানের ঝাপটেরঢাল স্টেশেনের কাছে শতাব্দী এক্সপ্রেস ঢিল ছো🔜ড়া হয়েছিল। সেই পাথর গিয়ে লেগেছিল শতাব্দী এক্সপ্রেসের এলিট ক্লাসের কাঁচের জানলায়। তাতে ভেঙে গিয়েছিল জানলার কাঁচ। এই ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছিল। পরে এ বিষয়টি জানতে পেরে তদন্ত শুরু করে আরপিএফ। তদন্তে নেমেও অভিযুক্তকে গ্রেফতার করা যথেষ্ট কঠিন ছিল। তদন্তে নেমে আরপিএফ জানতে পারে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে কয়েকজন খেলা করছিল। তখন তাদের জিজ্ঞাসাবাদ করে অভিযুক্ত সম্পর্কে জানতে চায় আরপিএফ। কিন্তু, তাতে বিশেষ কাজ হয়নি। পরে প্রত্যক্ষদর্শীর খোঁজ পায় আরপিএফ। তারাই তখন অভিযুক্ত যুবকের খোঁজ দেয়। অবশেষে ওই যুবককে গ্রেফতার করে আরপিএফ।
জিজ্ঞাসাবাদের পর জেরায় যুবক জানিয়েছে ট্রেনে ঢিল মারা তার উদ্দেশ্য ছিল না। ওভার হেডের তারে থাকা পাখিকে লক্ষ্য করে ঢিল ছুড়তে গিয়েই কোনওভাবে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়।🌳 এরপর তা লাগে শতাব্দী এক্সপ্রেসের কাচে। ধৃত যুবককে গতকাল বর্ধমান আদালতে তোলা হয়। আদৌও যুবক সত্যি বলছে কিনা তা খতিয়ে দেখছে আরপিএফ ।যদিও এক্সপ্রেস ট্রেনে ঢিল ছোড়ার ঘটনা এই প্রথম নয়। এর 😼আগেও বহু জায়গায় এক্সপ্রেস ট্রেনে ঢিল ছোড়ার ঘটনা ঘটেছে। যার মধ্যে বন্দে ভারতের মতো প্রিমিয়াম ট্রেনও রয়েছে। তবে বন্দে ভারত এক্সপ্রেসে একাধিবার ঢিল মারার ঘটনা ঘটেছে। তাতে কাচ ভেঙেছে বন্দে ভারতের। আর এবার শতাব্দী এক্সপ্রেসে এই ধরনের ঘটনা ঘটল। প্রসঙ্গত, একের পর এক অভিজাত ট্রেনে হামলার ঘটনায় উঠেছে যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন।