দেশজুড়ে নারী নির্যাতন নিয়ে শোরগোলের মধ্যেই রবিবার সকালে বীরভূমের সাঁইথিয়ায় ঘরের ভিতর থেকে উদ্ধার হল একাকিনী বৃদ্ধার দেহ। স্থানীয়দের দাবি, বৃদ্ধাকে ধর্ষণের পর খুন করেছে দুষ্কৃতীরা। তবে প্রাথমিকভাবে ধর্ষণের প্রমাণ পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রের খবর। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে সাঁইথিয়া থানার পুলিশ। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।সাঁইথিয়ার বনগ্রাম পঞ্চায়েতের মথুরাপুরের বাসিন্দা বছর বাষট্টির বৃদ্ধা একাই ছোট্ট একটা ঘরে থাকতেন বলে জানিয়েছেন স্থানীয়রা। রবিবার সকাল থেকে তাঁর দেখা না পাওয়ায় স্থানীয়রা বাড়িতে গিয়ে খোঁজ নেন। সাড়া না পেয়ে ঘরের ভিতরে ঢুকে তাঁরা দেখেন, মাটিতে অচেতন ও বিবস্ত্র অবস্থায় পড়ে রয়েছেন বৃদ্ধা। মুখে গামছা গোঁজা। এতেই তাঁদের ধারণা, বৃদ্ধাকে কেউ ধর্ষণের পর খুন করেছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে তারা। তবে বৃদ্ধাকে ধর্ষণ করা হয়েছে বলে প্রাথমিক কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন বীরভূমের পুলিশ সুপার। ময়নাতদন্তের রিপোর্ট এলে এব্যাপারে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।গত কয়েকদিন ধরেই রাজ্যে নারী নির্যাতন নিয়ে সুর চড়িয়েছে বিজেপি। তাঁদের দাবি, রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটলেও রাজ্য সরকার নিশ্চুপ। ওদিকে মণিপুরের ঘটনা নিয়ে তাদের উদ্বেগের শেষ নেই। মণিপুরের ঘটনা নিয়ে তৃণমূলের উদ্বেগ কুম্ভীরাশ্রু বলে দাবি তাদের।