বড়দিনের আগে আগামী শুক্রবার অর্থাৎ ২৩ ডিসেম্বর সাঁতরাগাছি সেতু পুনরায় চালু করার পরিকল্পনা রয়েছে নবান্নের। সেইমতোই জোরকদমে চলছে। ইতিমধ্যে সাঁতরাগাছি সেতু মেরামতির কাজ প্রায় শেষের দিকে। এই সেতুতে ৪১টি ‘এক্সপ্যানশন জয়েন্ট’ রয়েছে। যার মধ্যে ২০ টি এক্সপ্যানশন জয়েন্ট বদলানোর কথা রয়েছে। ১৯ টি জয়েন্ট ইতিমধ্যেই বদলানো হয়ে গিয💦়েছে। ফলে বাকি একটি জয়েন্ট বদলানোর কাজ কয়েকদিনের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে। তার পরেই এই সেতু সর্বসাধারণের জন্য খুলে দেওয়া সম্ভব হবে বলে কর্মকর্তারা আশাবাদী।
আগামী শুক্রবার এই সেতু চালু করার জন্য বৃহস্পতিবারের মধ্যে কাজ শেষ করার জন্য ইঞ্জিনিয়ার এবং হারকিউলিস স্꧃ট্রাকচারালജ সিস্টেমের দলকে নির্দেশ দিয়েছে নবান্ন। হারকিউলিস স্ট্রাকচারাল সিস্টেমের কর্মকর্তা হিমাংশু পাল জানিয়েছেন, ‘ব💮্রিজের কাজ শেষের দিকে। নির্দিষ্ট সময়ের মধ্যেই এই কাজ সম্পন্ন করা সম্ভব হবে।’ সাধারণত প্রতিবছর এই সময় প্রচুর মানুষ পিকনিক বা ভ্রমণের জন্য এই রেল ওভ🔯ারব্রিজ ব্যবহার করে থাকেন। বিশেষ করে শীতের ছুটিতে অনেক মানুষ দিঘা, মন্দারমণি, পুরুলিয়া, বাঁকুড়া, শান্তিনিকেতন এবং মাইথন বাঁধের মতো জায়গায় ভ্রমণ করে থাকেন।
এছাড়া সাঁতরাগাছি সেতু হল কলকাতা এবং দিল্লি ও মুম্বইগামী জাতীয় সড়কের মধ্যে প্রধান সংযোগকারী সেতু। সেই পুনরায় চালু হওয়ার জন্য এই সেতুতে যানবাহনের চাপ আরও বেশি পড়ার আশঙ্কা রয়েছে।এই পরিস্থিতিতে সাঁতরাগাছিতে যানজট এড়াতে বেলুড়, মাইতিপাড়া, বকুলতলা, নবান্ন এবং হাওড়া ব্রিজ এই ছয়টি জায়গা থেকে পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণ করবে বলে জানা গিয়েছে। পুলিশকে ভালভ﷽াবে ট্রাফিক পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।