শহর থেকে জেলা–সর্বত্রই এখন সেলফি জোন দেখা যায়। সেখানে দাঁড়িয়ে নতুন প্রজন্মের ছেলে–মেয়েরা সেলফি তোলেন। আবার তা শেয়ার করে দেন, সোশ্যাল মিডিয়ায়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, সংশ্লিষ্ট স্থান অথবা শহরের নামটি সেই সেলফি জোনে লেখা থাকে। কিন্তু এবার সেখানে ব্যতিক্রম ঘটায় বিতর্ক দেখা দিয়েছে। এমনকী তার জেরে তৈরি হয়েছে সাধারণ মানুষের ক্ষোভও। পূর্ব বর্ধমান জেলার নানা জায়গায় নেম সাইন লাগিয়ে করা হচ্ছে সেলফি জোন। এবার 🧸গুসকরা শ🌄হরে ‘আই লাভ আউশগ্রাম’ নামাঙ্কিত নেম সাইন বসানো হয়েছে। এটা প্রকাশ্যে আসার পর তীব্র বিতর্ক শুরু হয়েছে।
কেন বিতর্ক–ক্ষোভ তৈরি হল? স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন। প্রত্যেকেই প্রায় প্রশ্ন তুলেছেন, নেম সাইনে কেন গুসকরার নাম বাদ পড়ল? আর কেন সেখানে আউশগ্রামের নাম লেখা হয়েছে? প্রথমে অনেকেই বিষয়টি বুঝতে পারেননি। গুসকরা, আ🅘উশগ্রাম লেখাতে কী যায় আসে! কিন্তু তলিয়ে দেখলে বোঝা যাচ্ছে গুসকরা হল গ্রামীণ শহর। যা কিনা আউশগ্রাম বিধানসভা এলাকার অন্তর্ভূক্ত। সেক্ষেত্রে🍰 শহরের নামের বদলে বিধানসভার নাম দেওয়ায় বিতর্ক দানা বেঁধেছে। অনেকে এখানে রাজনৈতিক কারণ খুঁজতে শুরু করেছেন। এমনকী এটা নিয়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে শহরজুড়ে।
আর কী জানা যাচ্ছে?ꦚ স্থানীয় সূত্রে খবর, বিধায়ক উন্নয়ন তহবিল থেকে প্রায় তিন লক্ষ টাকা খরচ করা হয়েছে। এই টাকা খরচ করে গুসকরা শহরের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় বর্ধমান সিউড়ি–২বি জাতীয় সড়কের ধারে নেম সাইন বসানো হয়েছে। আর সেটা নিয়েই এখন তুমুল চর্চা শুরু হয়েছে। এখানকার বাসিন্দাদের মত, গুসকরা শহর যথেষ্ট ঐতিহ্যবাহী। ꦦএই গুসকরা শহরেই বর্ধমান–সিউড়ি ২বি জাতীয় সড়ক এবং বর্ধমান–রামপুরহাট লুপলাইন রেলপথ রয়েছে। তাই উত্তরবঙ্গ হোক কিংবা অন্যান্য জেলায় যেতে মানুষজনকে গুসকরা শহর দিয়েই যেতে হয়। তাই আউশগ্রামের নামে নেম সাইন দেখে অনেকেই প্রতিবাদ করেছেন।
আরও পড়ুন: ‘ইডির সৎসা𒐪হস নেই স্পষ্টভাবে অভিযোগ করার’, বিদেশের মাটি থেকে চ্যালেঞ্জ অভিষেকের
ঠিক কে, কি বলছেন? এই ঘটনা নিয়ে যখন সাধারণ মানুষজন ক্ষোভ দেখিয়েছেন তখন বিষয়টি নিয়ে প্রশাসনও ভাবতে শুরু করেছে। এই বিষয়ে স্থানীয় সিপিএম নেতা মনোজ সাউ সংবাদমাধ্যমে বলেন, ‘আসলে গুসকরা শহরের মানুষকে ভালবাসে না শাসকদলের লোকজন। গুসকরা শহরকে ঘিরেই গঠিত আউশগ্রাম। 𝓀শহরের যাঁরা বাসিন্দা তাঁদের সম্মান জানাতে এটা না করলেই ভাল হতো। কারণ বর্ধমান, কাটোয়া, কালনায় সেই শহরের নামেই নেম সাইন বোর্ড লাগানো হয়েছে।’ পাল্টা গুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখোপাধ্যায় সংবাদমাধ্যমে বলেন, ‘ওই নেম সাইন বিধায়ক উন্নয়ন তহবিল থেকে বসানো হয়েছে। যেহেতু গুসকরা শহর আউশগ্রাম এলাকার মধ্যে পড়ছে তাই ‘আই লাভ আউশগ্রাম’ লেখা হয়েছে। তবে গুসকরা শহরের নামেও পরে একটি নেম সাইন বসানো হবে।’