ভোটের আগেই জেলবন্দি শাহজাহান দাবি করেছিলেন বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল জিতবে। ফলপ্রকাশের পর দেখা গেল তাঁর ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছে। সন্দেশখালির আন💖্দোলনের মুখ বিজেপির রেখা পাত্🍸রকে হারিয়ে জিতে গিয়েছেন হাজি নরুল ইসলাম।
শুক্রবার ১৪ দিনের জেল হেফাজতের শেষ আদালতে তোলা হয় শাহজাহানকে। বসিরহাট মহকুমা আদালতে তাঁকে তোলার সময় তাঁর সমর্থকরা জয় বাংলা স্লো🎀গান দিতে থাকেন। সেই স্লোগান শুনে শেখ শাহজাহান বলেন, 'আমি তো আগেই বলে দিয়েছিলাম জিতবে।' এদিন তাঁকে বেশ খোস মেজাজেই আদালতে ঢুকতে দেখা🃏 যায়। তাঁর সঙ্গে শেখ আলমগীর, দিদার বক্স মোল্লা-সহ আরও বেশ কয়েকজনকে আদালতে তোলা হয়।
আরও পড়ুন। বর্গাদারদের নাম গায়েব, খꦏাস জমি হাতছꦗাড়া, প্রতিকারে এবার ‘ব্লক চেন’ পদ্ধতি
বসিরহাটে সংখ্যালঘু ভোট ব্যাঙ্কের কথা মাথায় রেখে পোড়া খাওয়া রাজনীতিক হাজি নরুল ইসলামকে প্রার্থী করে তৃণমূল। অন্য দিকে সন্দেশখালির আন্দোলনের ফসল তুলতে রেখা পাত্রকে বাছে বিজেপি। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করে রেখাক𓆉ে ভোটে লড়ার জন্য উৎসাহ দেন। কলকাতার সঙ্গে বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোট হয় ১ জুন। ভোটের ফলে দেখা যায়। তিন লক্ষেরও বেশি ভোটে হেরেছেন রেখা পাত্র। এর আগে শাহজাহানও তৃণমূলের তিন লক্ষ ভোটে জেতার ভবিষ্যদ্বাণী করেন। যদিও সন্দেশখালিতে লিড পেয়েছে বিজেপি।
আরও পড়ুন। ভোটে হার, ‘ষড়যন্ত্রে'র গন্ধ’? 💃প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ
গত ৫ জুন শাহজাহানের বাড়িতে যান ইডি আধিকারিকেরা। শেখান আক্রান্ত হন তাঁরা। এলাকা থেকে নিখোঁজ হন শাহজাহান। তিনি ও তাঁর বাহিনীর বিরুদ্ধে জমি ও ভেড়ি দখলের অভিযোগ উঠেছিল। মহিলারাও পথে নেবে বিক্ষোভ দেখা শাহজাহানও ও তার বাহিনীর বিরুদ্ধে। উত্তপ্ত হয় সন্দেশখালি। ৫৫ দিন পর শাহজাহানকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের তদন্ত করছে ইডি-সিবিআই।
আরও পড়ুন। কলকাতা বিমানবꦰন্দরে হঠাৎ যাত্রীর পেটে প্রচণ্ড ব্যথা, ভর্তি করানো হল হাসপাতালে