আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। তা নিয়ে এই বাংলা উত্তাল হয়েছে। রাজপথে নেমেছে মানুষ। জুনিয়র ডাক্তাররা লাগাতার আন্দোলন করে চলেছেন। ইতিমধ্যেই তার জেরে ২৪ জন রোগীর মৃত্যু হয়েছে বিনা চিকিৎসায় বলে অভিযোগ। এই আবহে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাღয় সকলকে উৎসবে ফিরে আসতে আহ্বান জানিয়েছেন। এই আবহে দুর্গাপুজোর সময় শহরের নারীদের নিরাপত্তায় এবার বিশেষ উদ্যোগ নিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। দুর্গাপুজোয় ঘুরতে বেরিয়ে যুবতীরা কিংবা মহিলারা ইভটিজিং হোক বা যে কোনও বিপদে পড়লে সহজেই পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
আর মাত্র প্রায় ২৭ দিন বাকি দুর্গাপুজোর। কলকাতায় আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে জুনিয়র ডাক্তারদের সঙ্গে রাজ্য সরকারের দড়ি টানাটানি এখনও চলছে। সেটা আজ অথবা কাল মিটে যাবে বলে মনে করা হচ্ছে। তার মধ্যে আজ, বৃহস্পতিবার দুর্গাপুজো🍰 নিয়ে বিশেষ বৈঠক ডাকা হয় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। এদিন শিলিগুড়ির সমস্ত দুর্গাপুজো মণ্ডপগুলিকে সঙ্গে নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে। দুর্গাপুজোর সময় শহরের নারীদের সুরক্ষার জন্য তৈরি করা হচ্ছে বিশেষ ধরনের মোবাইল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমেই বিপদে পড়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন মহিলারা। শিলিগুড়ির পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সি সুধাকর বলেন, ‘নতুন একটি অ্যাপ তৈরি করা হচ্ছে। দুর্গাপুজোর আগে মহিলাদের জন্য সেই অ্যাপটি চালু করা হ🃏বে। এই অ্যাপে কী কী ধরনের সুবিধা থাকবে তা কয়েকদিনের মধ্যে জানানো হবে।’
আরও পড়ুন: উপরাষ্ট্রপতিকে পদত্যাগপত্র দিলেন জহর সরকার, রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের শক্তি কমল
এখন নারী সুরক্ষা নিয়ে গোটা বাংলাতেই জোরকদমে কাজ করছে। সেখানে শিলিগুড়ি পুলিশ সমিশনারেট নারী সুরক্ষায় দুর্গাপুজোর সময় পিঙ্ক পেট্রলিং ভ্যান থাকবে। য♒েখানে মহিলা পুলিশ কর্মীরা থাকবেন। রাস্তাঘাটে কোনও সমস্যায় অনেক সময় মহিলারা পুরুষ পুলিশ কর্মীদের জানাতে ইতস্তত বোধ করেন। তাই মহিলা পুলিশ কর্মীরা সেখানে থাকবেন। অ্যাপে প্যানিক বাটন–সহ বেশকিছু সুবিধা থাকবে বলে জানা গিয়েছে। এই বৈঠক শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ কমিশনার সি সুধাকার জানান, দুর্গাপুজোর সময় নারীদের জন্য বিশেষ নিরাপত্তার কথা মাথায় রেখে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট বিশেষ মোবাইল পেট্রলিং পিঙ্ক ভ্যান চালু করবে। সেখানে একজন মহিলা পুলিশ অফিসার এবং সাতজন মহিলা পুলিশ কনস্টেবল থাকবে। এই পিঙ্ক ভ্যান দুর্গাপুজোর কটা দিন শহর শিলিগুড়ির আনাচে কানাচে পৌঁছে যাবে।
এই বিষয়টি নিয়ে এখন চারদিকে আলোচনা শুরু হয়ে🅺ছে। তবে বিশেষ অ্যাপের সঙ্গে পুলিশের পক্ষ থেকে বিশেষ নজরদারি চালানো হবে। ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মধ্য দিয়ে তা চালানো হবে। সাদা পোশাকে পুলিশ কর্মীরাও থাকবে। নার্সিংহোম, হাসপাতাল থেকে শুরু করে থানাগুꩵলি কোথায় রয়েছে তার তথ্য ও জিপিএস ম্যাপ থাকবে ওই অ্যাপে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রতিটি থানা ও আউটপোস্টের আইসি, ওসিদের নম্বর থাকবে। দুর্গাপুজোর সময় শহরে উইনার্স বাহিনীও মোতায়েন থাকবে। বড় মণ্ডপে সিসিটিভি ক্যামেরা থাকা বাধ্যতামূলক করতে বলা হয়েছে। প্রতিটি মণ্ডপে হেল্পডেক্স করতে বলা হয়েছে। শহরে ২২টি পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ থাকবে। রাতভর সেই অ্যাসিস্ট্যান্স বুথে পুলিশ কর্মীরা থাকবেন বলে জানিয়েছেন ডিসিপি দীপক সরকার।