উপ নির্বাচনের ফল নিয়ে মুকুল রায়ের মন্তব্য নিয়ে বিতর্ক মোটে থামছেই না। মুকুলের মন্তব্যের পর সুস্থতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। রবিবার তারাপীঠে পুজো দিতে তিনিꦕ বলেন, ‘সুস্থ অবস্থায় কেউ একথা বলতে পারে না।’ প্রশ্ন উঠেছে, কী ধরণের অসুস্থতাকে ইঙ্গিত করেছেন শো🐼ভনদেব।
সম্প্রতি নিজের বিধানসভা কেন্দ্র কৃষ্ণনগর উত্তরে গিয়েছিলেন মুকুল রায়। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি বলতে পারি যে তৃণমূল কংগ্রেস পর্যদূস্ত হবে। এখানে ভারতীয় জনতা পার্টি নিজেকে প্রতিষ্ঠা করবে।’ এর পরই শুরু হয় তোলপাড়। পরে যদিও মুকুল বলেন, ‘তৃণমূল কংগ্রেস নিজেকে স্বমহ🍰িমায় প্রতিষ্ঠা করবে।’
বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জেতেন মুকুল। গত ১১ জুন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনিও। তার পর তাঁর এই মন্তব্যে তৃণমূলের অন্দরেও জল্🍒পনা শুরু হয়।
এই নিয়ে প্রশ্ন করা হলে তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় রবিবা🅘র তারাপীঠে বলেন, ‘মুকুল রায় সুস্থ ছিলেন না অসুস্থ ছিলেন আমি জানি না। জানতে পারলাম উনি অসুস্থ ছিলেন। সুস্থ অবস্থায় কেউ এসব বলতে পারে না।’
প্রশ্ন উঠছে ঠিক কী ধরণের অসুস্থতাকে ইঙ্গিত করেছেন শোভনꦰদেব? এর আগে কয়েকবার অসুস্থ অবস্থায় মদন মিত্রকে নানারকম বেফাঁস মন্তব্য ক🦄রতে শোনা গিয়েছিল। সেই ধরণের অসুস্থতাকে কি বোঝাতে চেয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী?
নিজের মন্তব্য নিয়ে꧒ অবশ্য অনুতপ্ত মুকুলবাবু। শুক্রবার তিনি বলেন, ‘আমি এটুকুই বলতে পারি। যা হয়েছে, ঠিক হয়নি।’