পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে এগিয়ে আসতে চলেছে গরমের ছুটি। রাজ্য শিক্ষা দফতর সূত্রে খবর, প্রবল গরম এবং ভোটের কারণে রাজ্যের সরকারি এবং সরকার-পোষিত স্কুলে ছুটি এগিয়ে আনা হচ্ছে। আপাতত যা খবর, তাতে আগামী ২২ এপ্রিল (সোমবার) থেকে স্কুলগুলিতে ছুটি পড়ে যাবে। যদিও বিষয়টি নিয়ে আপাতত সরকারিভাবে শিক্ষা দফতরের তরফে কিছু জানানো হয়নি। সূত্রের খবর, কিছুক্ষণের মধ্যেই সরকারিভাবে সেই বিজ্ঞ🌃প্তি জারি করে দেওয়া হবে। সেক্ষেত্রে বেসরকারি স্কুলগুলিতেও যাতে গরমের ছুটি এগিয়ে আনা হয়, সেই আর্জি জানানো হবে বলে সূত্রের খবর।
শিক্ষক সংগঠনের প্রতিক্রিয়া
বিভিন্ন শিক্ষক সংগঠনের বক্তব্য, এখন গরম পড়েছে বলেই একটানা ছুটি ঘোষণা করে দেওয়ার বিষয়টি বাস্তবসম্মত নয়। কারণ অতীতে দেখা গিয়েছে যে গরমের জন্য একটানা স্কুল ছুটি দেওয়ার কয়েকদিনের মধ্যেই বৃষ্টি হয়ে তাপমাত্রা কিছুটা কমে গিয়েছে। কিন্তু তারপরও স্কুলে ছুটি থেকেছে। ফলে পড়ুয়াদের পঠন-প൩াঠন ব্যাহত হয়েছে।
বিষয়টি নিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘আমাদের দাবি আবহাওয়া🐻 দফতরের পূর্বাভাস অনুযায়ী, বাস্তবসম্মতভাবে প্রয়োজনে অল্পদিন করে ছুটি ঘোষণা করা উচিত।’ অর্থাৎ একটানা ছুটি না দিয়ে পরিস্থিতি বিবেচনা করে স্কু🍃লে ছুটি দেওয়ার পক্ষে সওয়াল করেছেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক।
আরও পড়ুন: Hydrating Foods: তাপপ্রবাহ আরও বাড়বে,🐟 সুস্থ থাকতে আজই খেতে শুরু করুন এই ৭ খাবার
দক্ষিণবঙ্গে প্রবল গরম
এমনিতে বৈশাখে পুড়ছে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বুধবার রাজ্যে সবথেকে বেশি গরমে পুড়েছে 🌞পানাগড়। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা হল ৪২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪.৯ ডিগ্রি বেশি। তাছাড়া দমদম, মেদিনীপুর, বাঁকুড়া, সল্টলেক, ক্যানিং, কলাইকুণ্ডা, বর্ধমান, পুরুলিয়া, ব্যারাকপুর, সিউড়ি, ঝাড়গ্রাম এবং বালুরঘাটের তাপমাত্রা ৪০ ডিগ্রি বা তার বেশি থেকেছে।
বালুরঘাট, ব্যারাকপুর এবং উলুবেড়িয়ায় তো তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি ছিল। এক𒀰াধিক জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে চাಞর ডিগ্রি বা তার বেশি ছিল বলে আলিপুর আবহাওয়া তরফে জানানো হয়েছে। আগামী কয়েকদিনেও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সেই পরিস্থিতিতে আগে গরমের ছুটি এগিয়ে এনে আগামী ৬ মে করার সিদ্ধান্ত নেওয়া হলেও এবার সেটা আরও এগিয়ে আনা হচ্ছে বলে সূত্রের খবর।