নিজের পোল্ট্রি ফার্মে এক নাবালিকাকে তিনদিন ধরে ধর্ষণ করার অভিযোগে তৃণমূলের এক বহিষ্কৃত নেতাকে গ্রেফতার করল পুলিশ। দার্জিলিং জেলার খড়িবাড়ি এলাকায় ধর্ষণের এই ঘটনাটি ঘটে দু’সপ্তাহের আগে। কিন্তু নির্যাতিতার মা রবিবার রাতে খড়িবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতেই সোমবার সকালে অভিযু🦂ক্ত যুবক উজ্জ্বল সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।
ওই নাবালিকার পরিবারের অভিযোগ, ঘরে কেউ না থাকার সুযোগ নিয়ে ওই নাবালিকাকে নিজের খামারে নিয়ে যায় অভিযুক্ত উজ্জ্বল সরকার। সেখানে তাকে তিনদিন ধরে আটকে রেকে তার ওপর পাশবিক নির্যাতন চালায় ওই ব্যক্তি। এমনকী মুখ বন্ধ রাখার জন্য নাবালিকাকে খুনের হুমকি পর্যন্ত দিয়েছিল সে। জানা গিয়েছে, নির্যাতিতার পরিবার আদিবাসী সম্প্রদায়ের অন্♏তর্গত। তাঁর বাবা তৃণমূলের একজন কর্মী। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ওই নাবালিকাকে তাঁর মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, দলবিরোধী কাজ কর্মের জন্য উজ্জ্বলকে ৭ বছর আগে বহিষ্কার করে দল। খড়িবাড়ির তৃণমূল ব্লক সভাপতি 💮হিরণ্ময় রায় বলেন, ‘উজ্জ্বল সরকার দলের সক্রিয় কর্মী ছিল না। তাকে বহু আগে দল থেকে 🌼বহিষ্কার করা হয়। আইন আইনের পথে চলবে।’
জানা গিয়েছে, দল বহিষ্কার করার আগে খড়িবাড়ি ব্লকের তৃণমূল যুব সভাপতি ছিল উজ্জ্বল। এদিকে, বিজেপি–র শিলিগুড়ি জেলার যুব মোর্চার সভাপতি কল্যা𒅌ণ দেবনাথের দাবি, ‘ওই নাবালিকা তার ওপর হওয়া অত্যাচারের কথা নিজেই তার ঠাকুমাকে জানিয়েছিল। তার পরই তৃণমূল নেতাদের নজরে বিষয়টি আসে। তবে অপরাধ দমন করার একটা চেষ্টা করা হয়েছিল। আমরাই ওই পরিবারকে ন্যায়বিচার পেতে সহায়তা করেছি।’