বালির বাঁধ দিয়ে বসিরহাটে ভারতীয় জনতা পার্টিকꦺে আটকানো যাবে না। শনিবার দুপুরে বসিরহাটে বিজেপির পদাধিকারী সম্মেলনে বক্তব্য রাখার সময় এমনই হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, প্রশাসনকে ব্যবহার করে বসিরহাটে বিজেপিকে রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা দেওয়া 🧜হচ্ছে। বারবার বিজেপির কর্মসূচির অনুমোদন বাতিল করছে পুলিশ।
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘পৌরসভার অনুমতি পাওয়ার পর আমাদের নেতারা পৌরসভার টাউন হলে༒র ভাড়া জমা দেন। চার🧸 দিন আগে আমাদের সভাপতিকে ফোন করে জানানো হয় অনুমতি বাতিল করা হয়েছে। ইয়ে ডর হামে আচ্ছা লগা’।
এর পর শুভেন্দুবাবু বলেন, ‘সভা তো দূরের কথা। আমরা যাতে বসার জায়গা না পাই তার ব্যবস্থা হয়েছে। আমি এখানকার নেতাদের বলেছিলাম দয়া ভিক্ষা করবেন না। ভারত সরকারের কোনও জায়গা থাকলে সেখানেই বসব। কিছু না হলেও একসঙ্গে চা খেয়ে বাড়ি চলে যাব। কিন্তু এবারে বসিরহাটের কার্যক্রম হবে 🌊হবে হবে। তাই আজ রেলের মাঠে তাদের অনুমোদন নিয়ে আমরা জমায়েত হয়েছি। তোলামূল আর তার চামচা পুলিশ তোরা দে🍸খ কেমন লাগে।’
এর পর হুঁশিয়ারি দিয়ে শুভেন্দুবাবু বলেন, ‘এভাবে বালির বাঁধ দিয়ে বসিরহাটে বিজেপিকে আটকানো যাবে না। আর আমার ভালো লাগছে, অনেক চাচা, মুরুব্বি, মুসলিমরা এসেছেন। আমরা জয় শ্রী রౠাম বলব, আপনারা ভারত মাতা কি জয় বলবেন, নো প্রবলেম। আমাদের রামরাজ্য মানে কী? হাতে কাজ, পেটে ভাত আর মাথায় ছাদ। আমরা মুসলিমদের এই রামরা🍌জ্য দিতে চাই।’