লোকসভা ভোটের প্রস্তুতিতে উত্তর ২৪ পরগনার বসিরহাটে দলীয় কর্মিসভায় স্থানীয় তৃণমূল নেতা শাহজাঁহা 🔯শেখকে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। তৃ♛ণমূল বিধায়কের বিরুদ্ধে হিন্দুদের জমি দখলের অভিযোগ তুলে তিনি বলেন, ‘ধোঁয়া যদি বার করে না দিয়েছি আমার নাম শুভেন্দু অধিকারী না’।
এদিন শুভেন্দু বলেন, ‘পঞ꧒্চায়েতে ভোট হয়েছে না কি? ভোট তো হবে লোকসভায়। ৬৪ হাজারে শাহজাহান শেখ জিতে গেছে। বাপরে বাপ! ধোঁয়া যদি বার করে না দিয়েছি আমার নাম শুভেন্দু অধিকারী না’।
শুভেন্দুর দাবি, ‘তিন জন আদিবাসী ও তপশিলি খুন হয়েছেন। তাদের দেহ এখনও পাওয়া যায়নি। ত♓ার পর FIRএ নাম ছিল। ফাইনাল রিপোর্ট দিয়ে ওকে বাঁচিয়ে দেওয়া হয়েছে। আমরা হেভিয়াস করপাস করছি জানুয়ারিতে। কোথায় যায় এখানকার পুলিশ আমরা দেখব। এখানে হিন্দুদের ১৩৯ বিঘা জমি নিয়ে শাহাজাহান শেখ ত🤡িনটে ট্রাস্ট করেছে। এর জন্ম ঠিকুজি সব সংগ্রহ কমপ্লিট। এর যদি পাত্তাড়ি আমি গুটাতে না পারি আমার নাম শুভেন্দু অধিকারী না’।
এর পর চাঞ্চল্যকর অভিযোগ করে শুভেন্দু দাবি করেন, ‘আমি সেচমন্ত্রী ছিলাম। ১৫ দিন বাঁধ জুড়তে দেয়নি হাসনাবাদে। তার পর আলাপন বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ﷺতিনি শাহজাহানের সঙ্গে বারাসতে বসে চুক্তি করে ওর ঠিকাদার, ওর বালি, ওর বস্তা, ওর লেবার, সব ওর। এরা বারবার বাঁধ কেটে লোককে ভাসায়। যাতে বাঁধ জোড়ার নামে কোটি কোটি টাকা কামানো যায়’।
এদিনের সভা থেকে শুভেন্দুবাবু দলীয় কর্মীদের আশ্বাস দেন। লোকসভা নির্বাচনের আগে এলাকায় ভয়মুক্ত পরিবেশ তৈরির চেষ্টাꩵ চালাবে বিজেপি।