পুলিশি অনুমতি না থাকলেও পূর্ব মেদিনীপ🎃ুরের পটাশপুরের দইতলা দুর্গামণ্ডপের মাঠে সভা করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আর সেখানে বিরোধী দলনেতার মুখে শোনা গেল তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগান। এদিনের সভা থেকে একযোগে তৃণমূল ও জেলা প্রশাসনকে আক্রমণ করেন শুভেন্দু। রাজ্যে দুর্নীতি ও বহুদলীয় রাজনীতির অধিকার রক্ষায় আদালত ও আইন💞জীবীদের ভূমিকার প্রশংসা করেন তিনি।
এদিন শুভেন্দুবাবু বলেন,ꦚ ‘খেলা হবে, খেলা হবে করছে। আসল খেলা ꦉতো হবে। পার্থ – অর্পিতার খেলা হয়েছে, কেষ্ট – সুকন্যার খেলা হয়েছে, মানিকের খেলা হয়েছে, জীবনের খেলা হয়েছে, পিসি - ভাইপোর খেলাটা বাকি আছে। ওটাও হয়ে যাবে। দেখতে থাকবেন আসল খেলা। মমতার খেলা দেখেছেন এইবার আমাদের খেলা দেখবেন’।
তিনি বলেন, ‘বর্তমানে দুর্নীতির বিরুদ্ধে রাজ্যজুড়ে যে লড়াই চলছে তাতে রাজনৈতিক দলগুলোর থেকেও আ📖দালত ও আইনজীবীদ꧟ের ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ। কোনও একজন নির্দিষ্ট বিচারক বা আইনজীবী নন। সমগ্র বিচারব্যবস্থা এই দুর্নীতিকে সমূলে উৎপাটন করতে তৎপর হয়েছে।’
তিনি আরও বলেন, রাজ্যে বহুদলীয় গণতন্ত্রে বিরোধীদের স্বাধনতা রক্ষায় আদালতের যে ভূমিকা প্রশংসনীয়। এই যে আমাকে দেখছেন, আমার বিরুদ্ধে ৩০টার বেশি মামলা দিয়েছে রাজ্য প্রশাসন। হাইকো🦄র্ট আমাকে💮 রক্ষাকবচ দিয়েছে। শুধু তাই নয় রাজ্য সরকার ৭ বার সুপ্রিম কোর্টে গেছিল। সুপ্রিম কোর্ট বলেছে বাই বাই’।
এদিন তিনি সভামঞ্চ থেকে আগ🎐ামী রবিবার এগরা মহকুমার কর্মীদের পটাশপুর চলো কর্মসূচির ডাক দিয়েছেন। তিনি জানিয়েছেন, পুলিশ অনুমতি না দিলে আদালত থেকে অনুমতি নিয়ে সভা হবে।