রবিবারই রাজ্যসভা নির্বাচনে প্রার্থীতালিকা ঘোষণা করেছে তৃণমূল। তাতে চার জনের মধ্যে 🌄৩ জনই নতুন নাম। তালিকায় নাম রয়েছে মতুয়া ঠাকুরবাড়ির বধূ মমতাবালা ঠাকুরের। এছাড়া রয়েছেন অসমের নেত্রী সুস্মিতা দেব ও দিল্লি ভিত্তিক সাংবাদিক সাগরিকা ঘোষ। যদিও তৃণমূলের প্রার্থী তালিকাকে বেশি গুরুত্ব দিতে রাজি নন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এমনকী এই প্রার্থী তালিকার কোনও প্রভাব লোকসভা নির্বাচনে পড়বে না বলেও দাবি করেন তিনি।
আরও পড়ুন: এবার রিপোর্ট চাইল জাতীয় মহিলা কম⭕িশন, সন্দেশখালি নিয়ে অস্বস্তি🧜 আরও বাড়ল রাজ্যের
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘মতুয়া ভোট মোদীজির সঙ্গে আছে। এই সব করে কিছু হবে না। মমতাবালা ঠাকুর শান্তনু ঠাকুরের সঙ্গে লড়াই করে জনগণের দ্বারা হেরেছেন। এটা তো ব্যাক ডোর দিয়ে রাজ্যসভায় যাওয়া। যাকে মানুষ রিজেক্ট কর🐻েছে তাকে নিয়ে আমাদের ভাবার কিছু নেই। অংকের হিসাব মতো ওদের চার জন যায়। চার জন মালিক ঠিক করেছে যে কোন কোন কর্মচারীকে পাঠাবে। আর কোন কোন✃ কর্মচারীকে বাদ দেবে’।
মমতার বাঙালি জাতিসত্বার রাজনীতিকে কটাক্ষ করে শুভেন্দুবাবু বলেন, ‘বাঙালি - বাঙালি করেন, চারটের মধ্যে ২টো কিন্তু বাংলার বাইরে। বাংলার রা🍌জ্যসভার MPগুলো তিনি বাংলার বাইরের লোককে দিচ্ছেন। বাঙালিদের জ্ঞাতার্থে এটা বললাম’।
আরও পড়ুন: ‘গদ্দার হঠাও…’, রাজীবকে ধর্না মঞ্চে দেখেইܫ নাগাড়ে স্লোগান, কড়া পদক্ষেপ বক্সীর
রবিবার দুপুরে সোশ্যাল সাইটে রাজ্যসভার প্রার্থীতালিকা প্রকাশ করে তৃণমূল। তাতে দেখা যায়, সাংবাদিক সাগরিকা ঘোষ, প্রাক্তন সাংসদ মতুয়া ঠাকুরবাড়ির বধূ মমতাবালা ঠাকুর, অসমের নেত্রী সুস্মিতা দেব এবং নাদিমুল হককে প্রার্থী করা হয়েছে। এদের মধ্যে একমাত্র নাদিমুলই নিজের টিকিট ধরে রেখতে পেরেছেন। রাজনৈতিক মহলের মতে, CAA কার্যকর হওয়ার পর মতু𒊎য়া ভোট ধরে রাখতে রাজ্যসভায় পাঠানো হয়েছে মমতাবালাকে। আর জাতীয় রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিকতা ধরে রাখতে সাগরিকা ও সুস্মিতাকে প্রার্থী করেছে তৃণমূল।