জিতেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের জয়ে উল্লসিত বাংলাদেশের সংখ্য়ালঘু হিন্দুরা। সোশ্য়াল মিডিয়ায় রীতিমতো𒉰 উল্লাস প্রকাশ করছেন তাঁরা। আর এপার বাংলায় বসে সেই ট্রাম্পকে, হিন্দুদের বন্ধু বলে উল্লেখ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'হোয়াইট হাউসে এখন হিন্দুদের বন্ধু রয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের জয় বাংলাদেশ ও ভারতের হিন্দুদের কাছে জয়ের মুহূর্ত। সেই সঙ্গেই তিনি লিখেছেন, যে হিন্দুদের পাশে, ভগবানের আশীর্বাদ ওনার পাশে।'
এরপর তিনি বাংলাদেশের হিন্দুদের পরিস্থিতি নিয়ে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে তিনি বলছেন, আমি হিন্দুদের আর ইন্ডিয়ার বড় ফ্য়ান। বিগ বিগ ফ্যান। হিন্দুদের পাশে থাকার কথা তিনি জানিয়েছিলেন ভো⭕টের আগেই। এবার সেই পুরনো ভিডিয়ো, পুরনো ছবি শেয়ার করলেন শুভেন্দু।
বাস্তবিকই এবার ট্রাম্পের জয়ে উল্লসিত বাংলাদেশের হিন্দুরা। মূলত বাংলাদেশের সংখ্য়ালঘুরা এখন ট্রাম্পকে তাঁদের ত্রাতা হিস﷽াবে গণ্য করছেন।
তবে শুধু বাংলাদেশের হিন্দুরাই নন, ভারতের হিন্দুরাও যে💟 কিছুটা হলেও সুরক্ষিত বোধ করবেন তার ইঙ্গিতও দিয়েছেন তিনি। তবে বাস্তবে শেষ পর্যন্ত কী হবে সেটা আরও কিছুটা সময় না গেলে বোঝা যাবে না।
বিরাট শক্তিধর দেশ আমেরিকার প্রেসিডেন্ট পদেღ বসবেন ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক দুনিয়ায় এর প্রভাব কতটা পড়বে সেটা নিয়ে নানা কৌতুহল রয়েছে। তবে ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।
তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন। আশা করব আপনার আগের ജমেয়াদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ভারত-মার্কিন কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার হবে। আমাদের পারস্পরিক সহযোগিতার সেই ধারা ফিরিয়ে আনার জন্য আমি অপেক্ষা করে আছি। আসুন একসঙ্গে আমাদের জনগণের উন্নতির জন্য এবং বিশ্ব শান্তি, স্𓄧থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য কাজ করি।'
নির্বাচনের ফল প্রকাশের পর ট্রাম্প জানিয়েছেন, 'আমরা ☂আমেরিকাকে আবার মহান বানাব।' ট্রাম্প বলেন, 'আমাদের দেশ এমন আগে কখনও হয়নি। ধন্যবাদ আমাকে ৪৭তম এবং ৪৫তম রাষ্ট্রপতি বানানোর জন্যে। আমি প্রতিদিন লড়াই করব আপনাদꩵের পরিবারের জন্যে।' ট্রাম্পের কথায়, 'প্রতিটা দিন আমি আপনারদের জন্য লড়াই করব।' এদিকে আজকের ভাষণে একইসঙ্গে অনুপ্রবেশ নিয়েও সুর চড়ালেন তিনি। তবে তিনি বলেন, 'অভিভাসীরা আমেরিকায় আসতে পারবেন। তবে তাদের বৈধ ভাবে আসতে হবে এখানে।' পাশাপাশি ট্রাম্প বলেন, 'আমি এই দেশকে সারিয়ে তুলতে চাই।' তাঁর দাবি, 'দেশের সব সমস্যার সমাধান করব আমি।'