বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়ি ও কারখানায় আয়কর হানায় ৩ কোটি নগদ ও ৬ কোটি টাকার গয়না উদ্ধার হয়েছে। বুধবার বিকেলে ‘দায়িত্ব নিয়ে’ একথা জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন হুগলির কোন্নগরে এক সভা থেকে একথা বলেন তিনি। সঙ্গে তাঁর দেওয়া তথ্য সত্য হলে আয়কর বিভাগকে তথ্য প্রকাশ করা উচিত বলে মন্তব্য করেছেন শুভেন্দু।এদিন শুভেন্দুবাবু বলেন, ‘ভিতরে বিজেপি বাইরে তৃণমূল, একজন বিধায়কের বাড়িতে ৩ দিন ধরে আয়কর হানা হয়েছে। আপনারা টিভিতে দেখেছেন কিন্তু ফলাফলটা পাননি। শুনে রাখুন আমার কাছ থেকে। আমি যা বলি দায়িত্ব নিয়ে বলি। ওই মমতা ভক্তের বাড়ি থেকে ৩ কোটি নগদ ও ৬ কোটি টাকার গয়না উদ্ধার হয়েছে। দায়িত্ব নিয়ে বলে গেলাম। আয়কর দফতরকে বলব, বিরোধী দলনেতার অভিযোগ সত্যি হলে সংবাদমাধ্যমকে জানান’।গত ৪ মে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়ি ও কারখানাসহ একাধিক ঠিকানায় হানা দেয় আয়কর। প্রায় ২দিন ধরে চলে তল্লাশি। আয়কর হানার পর কৃষ্ণ কল্যাণী বলেন, ‘ওয়াশিং মেশিনে দিলেও কালো হব না।’ শুভেন্দুবাবুর দাবি, তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল নগদ ও সোনা। তবে এব্যাপারে কিছু জানায়নি আয়কর দফতর।