মুঘল সম্রাটদের পাকিস্তানি বলে উল্লেখ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার নবদ্বীপে মতুয়া মহাসংঘ আয়োজিত এক সভায় যোগদান করে এই মন্তব্য করেন তিনি।এদিন মতুয়া মহাসংঘের অনুষ্ঠানে শুভেন্দুবাবু বলেন, ‘১৯০৭ ও ০৮ সালে এই পুরো সমাজ তাকে ধর্ম পরিবর্তন করতে বাধ্য করাচ্ছিল প্রায় হানাদাররা। এই হানাদার কারা? বাবার হল আবার জ্বর সারিল ঔষধে। সেই যে বাবর, জাহাঙ্গির, শাহজাহান, মোঘল, হানাদার পাকিস্তানি তারা বাধ্য করিয়েছিল ধর্ম পরিবর্তন করতে। আপনাদের ইসলামিকরণ করতে। সেদিন যদি হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর অবতারের মতো অবতীর্ণ না হতেন এই সমাজ ডঙ্গা বাজিয়ে ধ্বজ নিয়ে সনাতন সংস্কৃতি রক্ষা করতে পারত না’।খাতায় কলমে ১৮৫৭ সালে ভারতে মুঘল সাম্রাজ্যের পতন হয়। তার ৯০ বছর পর ১৯৪৭ সালের ১৪ অগাস্ট পাকিস্তান রাষ্ট্রের গঠন হয়। ফলে বাবর, জাহাঙ্গির, শাহজাহান কী করে পাকিস্তানি হলেন, হিসাব মেলাতে পারছেন না ইতিহাসবিদরা। সঙ্গে তাঁদের প্রশ্ন, যে মোঘল সাম্রাজ্যের পতন হয়েছিল ১৮৫৭ সালে, তারা ১৯০৭ সালে কী করে ধর্মান্তরণের জন্য মতুয়াদের ওপর নির্যাতন করল? শুভেন্দুবাবুর মন্তব্য শুনে ফের বইয়ের পাতা উলটাতে শুরু করেছেন অনেকে।