শনিবার কেশপুরে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর কেশপুরের সভাকে এখনও পর্যনღ্ত তাঁর জীবনের শ্রেষ্ঠ সভাও বলে দাবি করেছিলেন তিনি। এমনকী পঞ্চায়েত নির্বাচনের প্রেক্ষিতে ‘রাম–বাম’ জোট নিয়ে তোপ দেগেছেন তিনি। এবার পঞ্চায়েত নির্বাচনে কারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন সেটা দেখিয়েছেন তিনি। আর তাতেই চাপে পড়ে গিয়েছে গেরুয়া শিবির। তাই তড়িঘড়ি রবিবার পিংলায় সভা করতে আসছেন শুভেন্দু অধিকারী।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছ♕িলেনꦇ, মনোনয়ন জমা দিতে কোনও সমস্যা হলে তিনি বিরোধীদের পাশে দাঁড়াবেন। এমনকী সমস্যা সমাধানে দিয়েছেন মোবাইল নম্বর। এবার সেটাকে কমব্যাট করতে তাঁর ঠিক একদিনের মাথায় পশ্চিম মেদিনীপুরেই আসছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ, রবিবার তাঁর সভা রয়েছে পিংলার মুন্ডুমারি এলাকায়। তবে জেলায় অভিষেক–শুভেন্দুর পরপর সভা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
ঠিক কী বলছে তৃণমূল কংগ্রেস? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাল্টা 🌜সভা করার সিদ্ধান্ত শুভেন্দু অধিকারী নিলেও চমক কতটা থাকবে তা নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পিংলা ব্লক সভাপ🅰তি শেখ সেবারতি বলেন, ‘সভা তো হতে পারে না। কারণ সভা করার মতো লোকই এখানে পাবে না বিজেপি। ছোটখাটো কোনও বৈঠক বা আলোচনা সভা ꦇহতে পারে। বড় জনসভা করার মতো বিজেপির লোক নেই পিংলাতে।’ এই সভায় শুভেন্দুর সঙ্গে হিরণ থাকেন কিনা সেটাও দেখার বিষয়।
আর কী জানা যাচ্ছে? সূত্রের খবর, নন্দীগ্রামের বিধায়কের সঙ্গে থাকছেন খড়্গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। হিরণকে নিয়ে সম্প💜্রতি জোর বিতর্ক হয়েছিল বাংলার রাজনীতিতে। তিনি তৃণমূল কংগ্রেসের অফিসে গিয়েছিলেন যোগ দিতে বলেও চাউর হয়েছিল। এমনকী পিংলার তৃণমূল কংগ্রেস বিধায়ক অজিত মাইতির সঙ্গে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের সোফায় বসে থাকার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তারপর থেকেই হিরণকে বাড়তি গুরুত্ব দিচ্ছে বিজেপি। এবার অজিতের দুর্গে হিরণের উপস্থিতি নিয়েও শুরু হয়েছে নতুন চর্চা। এই সভা থেকে হিরণ কী বলেন সেদিকে তাকিয়ে সবাই।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7m🥃ඣe4aup