ফের তারাপীঠ মন্দিরের গর্ভগৃহে ঢুকে পুজো দিলেন ভক্তরা। মঙ্গলবার থেকে ভক্তদের মন্দিরের গর্ভগৃহে ঢোকার অনুমতি দেয় মন্দির কর্তৃপক্ষ। এতদিন মন্দিরের দরজাতেই পুজো দিয়ে ফিরতে হচ্ছিল ভক্তদের। লকডাউনের জেরে মার্চের শেষে বন্ধ হয়ে যায় তারাপীঠ মন্দির। ফের খোলে ২৩ জুন রথযাত্রার দিন। কিন্তু জুলাইয়ে করোনা সংক্রমণ বাড়তে থাকায় ১ অগাস্ট থেকে ফের বন্ধ হয়ে যায় মন্দির। ২৩ অগাস্ট ফের খোলে মন্দির। কিন্তু গর্ভগৃহে ঢোকার অনুমতি ছিল না ভক্তদের। মন্দিরের দরজাতেই পুজো দিয়ে ফিরতে হচ্ছিল তাঁদের। এমনিতেই ট্রেন বন্ধ থাকায় তারাপীঠ পৌঁছতে বহু কাঠখড় পোড়াতে হচ্ছে ভক্তদের। তার ওপরে বিগ্রহের দর্শন ঠিকমতো না হওয়ায় মন খারাপ করে ফিরতে হচ্ছিল তাঁদের। ভক্তদের জন্য গর্ভগৃহের দরজা খোলায় এবার সেই আক্ষেপ মিটল।