রথযাত্রার দিন আগামী ২৩ জুন খুলতে চলেছে তারাপীঠ মন্দির। শনিবার এমনটাই জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। তবে মন্দির খুললেও এখনই ভক্তরা ঢুকতে পারবেন না গর্ভগৃহে। দূর থেকে হাত জোড় করে বিগ্রহকে প্রণাম করতে পারেন তাঁরা। লকডাউনের পর থেকে বন্ধ বীরভূমের তারাপীঠ মন্দির। ৯৩ দিন পর অবশেষে খুলতে চলেছে মন্দির। ইতিমধ্যে সেখানে বসানো হয়েছে স্যানিটাইজেশন টানেল। সোশ্যাল ডিসট্যান্সিং মেনে পুজো দেওয়ার যাবতীয় ব্যবস্থাও হয়েছে। মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানিয়েছেন, সেবায়েতদের সঙ্গে কথা বলে রথের দিন মন্দির খোলার সিদ্ধান্ত হয়েছে। তবে এবার তারাপীঠ মন্দিরে রথযাত্রায় আয়োজন হবে না বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের একাধিক মন্দির ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে। চলতি সপ্তাহ থেকেই বিধিমেনে দক্ষিণেশ্বর মন্দিরে শুরু হয়েছে পুজোপাঠ। তেমনই বিধি মেনে তারাপীঠ মন্দিরেও পুজো জিতে পারবেন ভক্তরা।