আজ বুধবার সকাল থেকেই বাংলার ৬ টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। ভোটগ্রহণের শুরু থেকেই বিভিন্ন কেন্দ্র থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছে। এই ৬টি কেন্দ্রের মধ্যে রয়েছে আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা কেন্দ্রটি। সেখানে চা শ্রমিকদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী রাহুল লোহার। ভোটকে কেন্দ্র করে বুথে বুথে ঘুরে বেড়ানোর সময় বিজেপি প্রার্থীর গাড়ি আটকে বিক্ষোভ করেন চা শ্রমিকরা। তাদের অভিযোগ, অন্য সময় দেখা যায় না। ভোট আসতেই এখন এলাকায় এসেছেন বিজেপি প্রার্থী। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা পূর্ণ পরিস্থিতি ﷽তৈরি হয়। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধেই হামলার চেষ্টার অভিযোগ তুলেছেন রাহুল লোহার।
আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভ🍰োটারদের ভয় দেখানোর অভিযোগ!
আজ রাজ্যে যে ৬টি কেন্দ্রে ভোট হচ্ছে সেগুলি হল কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের ম🌠াদারিহাট, উত্তর ২৪ পরগনার নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, বাঁকুড়ার তালডাংরা। এরমধ্যে মাদারিহাটে রয়েছে ২২৬টি বুথ। মাদারিহাটে মোতায়েন রয়েছে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোট শুরু হতেই এদিন মন্দিরে পুজো দিয়ে বুথ পরিদর্শনে বের হন বিজেপি প্রার্থী রাহুল লোহার। আলিপুরদুয়ারের মুজনাই চা বাগান এলাকায় তাঁর গাড়ি যেতেই তিনি বিক্ষোভের মুখে পড়েন। চা শ্রমিকরা তাঁর গাড়ির সামনে রাস্তা অবরোধ করেন।
তাঁদের অভিযোগ, অন্য সময়ে বিজেপি প্রার্থীকে এলাকায় দেখা যায় না। আর ভোট আসতেই এখন তিনি এলাকায় হাজির হয়েছেন। ‘কেন তিনি এসেছেন?’ এই প্রশ্ন তুলে চা শ্রমিকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিজেপি প্রার্থীকে তারা গো ব্যাক স্লোগান দেন। এমনকী গালিগালাজ করা হয় বলেও অভিযোগ। তবে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠতেই বিজেপি কর্মীরা এগিয়ে গিয়ে পরিস্থিতি সামাল দেন। তখন গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যান রাহুল লোহার।