দক্ষিণ দিনাজপুরের মল্লিকপুর হাট স্টেশনের নামের সঙ্গে যোগ হতে চলেছে বোল্লা কালীর নাম। স্থানীয়দের প্রস্তাবে সায় দিয়ে নাম বদল করতে চলেছে রেল। উত্তরবঙ্গের অন্যতম তীর্থস্থান বোল্লা কালীর ভক্তদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে সূত্রের খবর। তবে রেলের এই সিদ্ধান্তের পিছনে স্থানীয় 🐬সꦿাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের অবদান রয়েছে বলে মনে করছেন অনেকে।
আরও পড়ুন - মাইনে হয়নি পুর🅠কর্মীদের, চুঁচুড়াꦿ শহর ঢাকল অন্ধকারে, জ্বলল না পথবাতি
পড়তে থাকুন - যৌনাঙ্গে বাইকের চাবি, চরম নির্যাতন,টিউশন যাওয়ার পথে আলিপুﷺরদুয়ারে সর্ব♐নাশ কিশোরীর
জানা গিয়েছে, রেলদপ্তরের পরিকল্পনায়, মল্লিকপুর স্টেশনের ব্যাপক উন্নয়ন করতে চলেছে রেল। এই স্টেশনকে বি - শ্রেণিতে উন্নীত করে তিন লাইনের ক্রসিং স্টেশন তৈরি করা হবে। যার জেরে ভবিষ্যতে এই স্টেশনে বিশেষ ট্রেনও চালানো যাবে। ২০২৪-২৫ অর্থবর্ষের মধ্যেই এই কাজ স🦹ম্পন্ন হওয়ার আশা ব্যক্ত করেছেন রেলযাত্রী কল্যাণ ও ✤সমাজ উন্নয়ন সমিতির চেয়ারম্যান স্মৃতিশ্বর রায়।
আরও পড়ুন - বউ চলে 🧸গিয়েছে, সমস্যা আরও অনেক, মমতার সঙ্গে দেখা করতে নবান্ন♑ে হাজির সমিরুল!
ওদিকে বোল্লা মন্দির কমিটির তরফে মল্লিকপুর 🔥হাট স্টেশনটিকে বোল্লা রেল গেটের কাছে সরিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে তীর্থযাত্রীদের অনেকটা সুবিধা হবে বলে দাবি তাদের। মল্লিকপুর হাট স্টেশন থেকে বোল্লাকালী মন্দিরের হাঁটা পথে দূরত্ব প্রায় ৪.৫ কিমি। রেল গেটের কাছে স্টেশনটি সরিয়ে আনলে দূরত্ব কমে হবে ১.১ কিলোমিটার। তাছাড়া প্রতি বছর বোল্লাকালী পুজোর সময় রেল গেটের কাছে অস্থায়ীভাবে স্টেশন তৈরি করে ট্রেন দাঁড় করায় রেল। মন্দির কমিটির দাবি, সেই স্টেশনটিকেই স্থায়ী করা হোক।