ডায়রিয়ার আতঙ্ক ছড়িয়েছে বাঁকুড়ার একটি ﷽গ্রামে। ইতিমধ্যেই সেখানে মৃত্যু হয়েছে ৩ জনের। স্থানীয়দের দাবি, ডায়রিয়াতে তাদের মৃত্যু হয়েছে। যদিও জেলা স্বাস্থ্য দফতরের দাবি, ডায়রি🦄য়ায় শুধুমাত্র ১ জনের মৃত্যু হয়েছে। বাঁকুড়ার ছাতনা ব্লকের ছাতনা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তাঁতিপুকুর এলাকায় এই ঘটনা ঘটেছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ডায়রিয়ার আতঙ্ক ছড়িয়েছে। এছাড়াও, বেশ কয়েকজন ভর্তি রয়েছেন হাসপাতালে।
আরও পড়ুন: সন্তান বারবার বাথরুম যাচ্ছে? ডায়েরিয়া হয়নি তো?
স্থানীয়দের দাবি, গত কয়েকদিন ধরেই 💧বেশ কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতাল এবং বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন। তাদের একাংশের বক্তব্য, পুকুরের জল থেকে ডায়রিয়া ছড়াচ্ছে। এলাকার পঞ্চায়েত প্রধান দাবি করেছেন যে ৩ জনের মৃত্যু হয়েছে তারা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিলেন। আক্রান্তদের বমি সহ পেট ব্যথা এবং অন্যান্য উপসর্গ দেখা দিচ্ছে। তবে বাঁকুড়ার ডেপুটি সিএমওএইচের দাবি, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৩ জনের নয়, ১জনের মৃত্যু হয়েছে। এদিকে, ঘটনা খবর প্রকাশ্যে আসতেই তৎপর হয়েছে জেলা প্রশাসন। জানা গিয়েছে, জেলা স্বাস্থ্য দফতরের তরফে একটি মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে। সেই মেডিক্যাল টিম পাঠানো হয়েছে বাঁকুড়ার ওই গ্রামেꦰ। এছাড়াও, এলাকার পুকুর এবং পানীয় জল থেকে নমুনা সংগ্রহ করে দেখা হচ্ছে আদৌও সেখান থেকে ডায়রিয়া ছড়িয়েছে কিনা।