পুলিশকর্মীর গুলিবিদ্ধ হওয়ার পরের সকালে উত্তপ্ত হয়ে উঠল বসিরহাট। একদিকে তৃণমূলের ব্লক সভাপতির অপসারণের দাবিতে পথ অবরোধ করলেন স্থানীয়রা। অন্যদিকে নিরপরাধদের গ্রেফতার করা হয়েছে বল🎶ে অভিযোগ তুলে থানায় বিক্ষোভ দেখালেন ব্লক সভাপতির অনুগামী মহিলারা। যে বিক্ষোভ হঠাতে লাঠিও চালাতে হল পুলিশকে। ঘটনায় পঞ্চায়েত ভোটের আগে শাসকদলের গোষ্ঠীদ্বন্দের নগ্ন ছবিটা ফের প্রকাশ্যে চলে এল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
🐼সোমবার সন্ধ্যায় বসিরহাটের শাকচূড়া বাজারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ হয় পুলিশকর্মী প্রভাত সরদার। অভিযোগ, তৃণমূলের পার্টি অফিস থেকে বন্দুক এনে TMCP ব্লক সভাপতিকে লক্ষ্য করে গুলি চালায় তৃণমূল নেতার ছেলে। এর পরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। রাতে তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় তৃণমূল নেতা সিরাজুল বেশে সহ ৪১ জনকে। সঙ্গে উদ্ধার হয় ৩টি আগ্নেয়াস্ত্র। সিরাজুল তৃণমূলের ব্লক সভাপতির অনুগামী বলে পরিচিত। ধৃতদের মধ্যে অনেক নির্দোষ ব্যক্তি রয়েছে, এই অভিযোগে মঙ্গলবার সকালে বসিরহাট থানায় বিক্ষোভ দেখাতে থাকে বেশ কিছু মহিলা। তারা ব্লক সভাপতির অনুগামী বলে পরিচিত। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর পুলিশ লাঠি চালিয়ে বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেয়।
ওদিকে তৃণমূলর ব্লক সভাপতিকে অপসারণের দাবিতে দণ্ডিরহাটে টাকি রোড অবরোধ করেন তৃণমূল কর্মীরাই। প্রায় ৪০ মিনিট চলে অবরোধ। এর পর পুল🦩িশের মধ্যস্থতায় অবরোধ ওঠে। এর পর টাকি শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায় তৃণমূল ও টিএমসিপি।
TMCP-র ব্লক সভাপতি আসরাফুজ্জামান বুল🌃বুলের দাবি, তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন সিরাজুলের ছেলে ওবায়দুল। ৩টি গুলি চালায় সে। ২টি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। আমাকে বাঁ෴চাতে সামনে থেকে জড়িয়ে ধরেন ওই পুলিশকর্মী। তখন তাঁর পিঠে গুলি লাগে।