দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যে চারটি দফার ভোট শেষ হয়েছে। এখনও তিনটি দফার ভোট বাকি রয়েছে। তবে লোকসভা নির্বাচনের মধ্যেই উপনির্বাচন হচ্ছে বাংলার দুটি বিধানসভা আসনে। একটি হল ভগবানগোলা এবং অন্যটি হল বরানগর। ভগবানগোলায় উপনির্বাচন হয়ে গেলেও বরানগরে উপনির্বাচন হবে ১ জুন। এই কেন্দ্রে একদিকে যেমন তৃণমূলের প্রার্থী হয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে বিজেপি প্রার্থী হয়েছেন কলকাতার কাউন্সিলর সজল ঘোষ। সেই নির্বাচনের🐼 লক্ষ্যেই বরানগরবাসীর জন্য কী করবেন? তার অঙ্গীকার পত্র প্রকাশ করলেন তৃণমূল প্রার্থী।
আরও পড়ুন: ভোটের প্রচারে ট্যাব! ঠিক কী ♒কাজে ব্যবহার করছেন সায়ন্তিকা?
৬ দফার অঙ্গীকার পত্র প্রকাশ করে এলাকার উন্নয়নের পাশাপাশি মেয়েদের স্বাস্থ্যের দিকেও বিশেষ জোর দিয়েছেন তৃণমূল প্রার্থী। অঙ্গীকার পত্রে সায়ন্তিকা প্রতিশ্রুতি দিয়েছেন তিনি নির্বাচনে জয়ী হলে মেয়েদের জন্য একটি প্রকল্প চালু ক𝓡রতে চান, যার নাম হল ‘সম্পূর্ণা’। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটি বালিকা বিদ্যালয় এবং কো-এড স্কুলে সেনেটারি প্যাড ভেন্ডিং মেশিন বসানোর প্রতিশ্রুতি দিয়েছেন সায়ন্তিকা।
এছাড়াও, আরও একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন তৃণমূল প্রার্থী। যার মধ্যে রয়েছে পরিশ্রুত পানীয় জল। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, বরানগরের প্রতিটি ঘরে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করা হবে। পাশাপাশি ꩵপ্রতিটি ওয়ার্ডে গরম থেকে বাঁচতে দুটি করে কুলিং ওয়াটার মেশিন বসানো হবে। সায়ন্তিকার আরও প্রতিশ্রুতি হল স্বচ্ছ সবুজ বরানগর গড়ার পাশাপাশি বিধায়ক সহায়তা কেন্দ𝐆্র, নবদিশা উৎকর্ষ কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।
পড়ুন: অসুস্থ মদন মিত্রকে দেখতে দক্ষিণেশ্বরের বাড়িতে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা, কী কথাবার্তা🔯 হল
তবে তাঁর অঙ্গীকারে সবচেয়ে চমক হল সম্পূর্ণ প্রকল্প। এর ফলে ছাত্🍌রীদের খুবই সুবিধা༺ হবে বলেই মনে করছেন মহিলারা। এছাড়া এলাকায় সম্পূর্ণা ক্লাব তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছেন, যার মাধ্যমে লাইব্রেরি, স্মার্ট ক্লাসের সুবিধা পাবেন ছাত্র-ছাত্রীরা। প্রসঙ্গত, বরানগরে পানীয় জলের এবং রাস্তাঘাটের সমস্যা দীর্ঘদিনের। সেই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন সায়ন্তিকা। তাঁর এই অঙ্গীকারপত্রকে প্রশংসার চোখে দেখছে রাজনৈতিক মহল। যদিও তিনি সুবিধা পাবেন কিনা সেটা নির্বাচনের ফলের পরেই বোঝা যাবে।