লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে এবার বেফাঁস মন্তব্য করলেন সুজাতা মণ্ডল। আর একেবারে সরাসরি হুমকির সুর শোনা গেল বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থীর গলায়। সুজাতা বললেন, ‘যে অঞ্চলে আমার দল লিড প💛াবে না, সেখানে আসার আগে দশবার ভাবব।’ তৃণমূল কংগ্রেস প্রার্থীর এই মন্তব্যে আলোড়ন ছড়িয়ে পড়েছে। পাল্টা জবাব দিয়েছেন বিজেপি প্রার্থী তথা সুজাতার প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁ। ভোটারদের উদ্দেশে তাঁর বক্তব্য, ‘বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন, তাঁর কথার ধরন এবার আপনারাই বিচার করুন।’
দু’দিন আগে বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার এমন ভাষাতেই কথা বলেছিলেন। যেখান থেকে লিড আসবে সেখানে সাংসদ তহবিলের বরাদ্দ বাড়বে। সেটা🌊 না হলে হবে না। আর এবার ভোট প্রচারে গ্রামে গিয়ে গ্রামবাসীদেরই হুমকি দিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল। আজ, বুধবার ওন্দা ব্লকের নতুনগ্রাম বাজার এবং গ্রামে ভোট প্রচারে যান। আর ভোট প্রচারের ফাঁকেই কয়েকজন বয়স্ক মহিলা ভোটারদের তিনি বলেন, ‘শোনো বলি মাসি, তোমরা ভোট দেওয়ার সময় বড়ো ফুলে দিচ্ছো,আর চাওয়ার বেলায় ছোট ফুলের কাছে চাইতে আসছো! এবার আমি একেবারে ক্লিয়ার কাট বলছি তাতে মিডিয়া থাক, যে আছে থাক🍬, আই ডোন্ট কেয়ার। এখানে যদি তৃণমূল ভোট না পায় তাহলে তৃণমূলের কেউ তোমাদের অভিযোগ শুনতে আসবে না। তোমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে।’
আরও পড়ুন: ‘আ๊ট দফাতে হেরেছিলেন, সাত দফাতেও গোহারা হারবেন’, বিজেপিকে নতুন চ্যালেঞ্জ অভিষেকের
এখানেই থেমে যাননি সুজাতা। তিনি দলের স্থানীয় নেতা এবং বুথ কর্মীদের🐬ও কড়া নির্দেশ দেন। কোন কোন বুথে বিজেপি লিড পাচ্ছে তার হিসাব কর্মীদের লিখে রাখতে বলেন। আর সুজাতা গ্রামবাসীদের এও জানিয়ে রাখেন, ‘ভোটের পর যে অঞ্চলে তৃণমূল লিড পাবে, সেখানে রাতের অন্ধক🍬ারে প্রাণ বাজি রেখেও পৌঁছে যাব। আর যে যে বুথে তৃণমূল লিড পাবে না, সেখানে যেতে গেলে দশবার ভাবব। কারণ দল তাঁকে প্রার্থী করেছে। যে বুথে তৃণমূল লিড পাবে না, সেখানে সুজাতা দেবী তো দূরে থাক, কোনও তৃণমূল কর্মীও গ্রামে ঘেঁষবে না।’ একেবারে রনংদেহি মেজাজে এদিন মিডিয়ার সামনে প্রকাশ্যে হুমকি দেন সুজাতা মণ্ডল।
এছাড়া তৃণমূল কংগ্রেস প্রার্থীর এই বক্তব্যের প্রেক্ষিতে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অমরনাথ শাখা বলেন, ‘কেন্দ্রীয় সরকারের🔯 নানা যোজনার কাজের টাকা তৃণমূল চ🌠ুরি করেছে। এখন তৃণমূল ঠেলায় পড়েছে তাই নানান কাহিনী শোনাবেন উনি। তবে এলাকার মানুষ ঠিক করে রেখেছে কাকে ভোট দেবে।’ ওন্দা বিধানসভায় প্রচুর সংখ্যালঘু ভোটারের বসবাস। পঞ্চায়েত, বিধানসভা এবং লোকসভা সব ভোটেই বিজেপি তৃণমূলকে পিছনে ফেলে ভাল মার্জিনে জিতেছে। আর এটাই বিষ্ণুপুর লোকসভা নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ভোটারদের এই ট্রেন্ড বদলাতে মরিয়া হয়ে উঠেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল।