অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরেই বীরভূমের তৃণমূল জেলা সভাপতি কাকে ✨করা হবে তা নিয়ে চর্চা তুঙ্গে। আর সেই মুহূর্তে অনুব্রত মণ্ডলের বিরꦫোধী হিসেবে পরিচিত নানুরের অন্যতম দাপুটে তৃণমূল নেতা কাজল শেখের নাম উঠে আসছে। তাঁর ফেসবুকে কটাক্ষ সূচক পোস্টকে ঘিরে এ নিয়ে তৈরি হয়েছে জোর জল্পনা। নানুরের দাপুটে এই তৃণমূল নেতাই কি তাহলে এবার বীরভূমের জেলা তৃণমূল সভাপতি পদে বসতে চলেছেন? রাজনীতিতে একজন এই নিয়ে চর্চা তুঙ্গে। শুধু তাই নয়, তৃণমূল নেতার এই পোস্টটি শেয়ারও করেছেন বীরভূমের বিজেপি নেতা অনুপম হাজরা।
ঠিক কী পোস্ট করেছেন কাজল শেখ?
অনুব্র꧟ত গ্রেফতারের পরে ไতিনি ফেসবুকে পোস্ট করেছেন, ‘চেহারা, দাপট, অবস্থান, ক্ষমতা এবং শক্তি চিরস্থায়ী হয় না। দুঃখের বিষয় অনেকেই এটা ভুলে যায়।’ আর এই পোষ্টের সঙ্গে একটি সে শীর্ণকায় সিংহের ছবি তিনি শেয়ার করেছেন। অবশ্য কেন এই পোস্ট তা পরে স্পষ্ট করেছেন নানুরের এই তৃণমূল নেতা। একইসঙ্গে অনুব্রতর বিরুদ্ধে তিনি এই পোস্ট করেননি বলেই দাবি করেছেন। তিনি বলেন, ‘উনি আমার নেতা, আমার অভিভাবক। তাঁর বিরুদ্ধে আমি পোস্ট করব এটা ভাবছেন কী করে!’ তিনি আরও বলেন, ‘আমি ফেসবুকে প্রতিনিয🍬়ত পোস্ট করে থাকি। এই পোস্ট কোনও ব্যক্তি বিশেষকে উদꦰ্দেশ্য করে নয়। আমার যা শক্তি রয়েছে সেই শক্তি যেন অপব্যবহার না করি। আমার যদি কোনও দাপট থাকে তাহলে সেটা আমি যেন খারাপ পথে ব্যবহার না করি। আমি সেই শ্রেণির মানুষদের এই কথা বলতে চেয়েছি। কোনও ব্যক্তিকে বলতে চাইনি।’
তার আরও সংযোজন, ‘কে গেল কে এলো তাতে দলের কিছু এসে যায় না। দল চলছে মমতꦕা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। বীরভূম জেলা যেরকম ছিল সেরকমই আছে আগামী দিনেও সেরকমই থাকবে।’ অন্যদিকে, কাজল শেখের পোস্ট▨টি শেয়ার করে বিজেপি নেতা অনুপম হাজরা পাল্টা লিখেছেন, ‘ধৈর্য ধরো রবিনহুড, খেলা হবে।’ তিনি কীসের খেলা বলতে চেয়েছেন তা নিয়েও শুরু হয়েছে জল্পনা।