এবার কংগ্রেসের গড়ে দাঁড়িয়ে কংগ্রেসের সঙ্গে বিজেপির সমঝোতা নিয়ে সরব হলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কংগ্রেস–বিজেপির সমঝোতা হয়েছিল বলেই এখানে বিজেপি জিতেছে বলে দাবি করেন তিনি। এই নিয়ে জোর শোরগোল পড়ে গিয়েছে। সোমবার এই দাবি করার সঙ্গে সঙꦺ্গে কংগ্রেসের অস্বস্তি বেড়ে গিয়েছে। গোয়ায় গিয়েও বাংলার মুখ্যমন্ত্রী কংগ্রেসের চূড়ান্ত সমালোচনা করেছিলেন।
তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের🎀 মুখেও কংগ্রেসের সমালোচনা শোনা যায়। এবার বহরমপুরে অধীর গড়ে দাঁড়িয়ে কংগ্রেস–বিজেপি সমঝোতার ইঙ্গিত দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। ঠিক কী বলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য? এদিন তিনি বলেন, ‘বিধানসভা নির্বাচনে কংগ্রেসের গড়ে বিজেপি কীꦛভাবে জিতল? তাহলে কি কোথাও সমঝোতা হয়েছিল? সমঝোতা হয়েছিল বলেই জিতেছে।’
এই সমঝোতার প্রশ্ন তুললেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রী। আসন্ন পুরভোট নিয়ে বহরমপুরে কর্মশালার আয়োজন করে তৃণমূল কংগ্রেস। সেখানেই কংগ্রেসকে নিয়ে এই মন্তব্য করেন চন্দ্রিমা ভট্টাচার্য। এই বিষয়ে পাল্টা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত সরকার বলেন, 🌼‘কংগ্রেস–বিজেপির বিরুদ্ধে লড়েছে, তাই ক্ষ𒈔মতায় আসতে বিজেপির ১০০ বছর সময় লেগেছে।’
আজ জানবাজারের সভা থেকে কংগ্রেসকে তুলোধনা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, ‘এই রাজ্যে🐷 আমাদের বিরুদ্ধে লড়াই করবে। আর আমরা অন্য রাজ্যে গিয়ে সমর্থন দিয়ে আসব। 🏅তাই হয় নাকি। কংগ্রেস–বিজেপির সঙ্গে তলায় তলায় হাত মিলিয়ে চলছে। বিজেপির বিরুদ্ধে কোনও লড়াই করেনি। তাই বাদ্য হয়েই আমাদের অন্যান্য রাজ্যে যেতে হচ্ছে।’