অতীতেও নানা বিতর্কিত মন্তব্য করে আলোচনায় উঠে এসেছিল প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্রের নাম। তবে এবার সরাসরি পঞ্চায়েতের দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মালদার মানিকচকের তৃণমূল বিধায়ক। শনিবার পঞ্চায়েত নির্মাণ সহায়ক সংগঠনের মালদা জেলা ইউনিটের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন সাবিত্রী মিত্র। নির্মাণ সহায়কদের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার কথা তিনি বলেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানিয়েছেন, কিছুদিন ধরেই বহু গ্রাম পঞ্চায়েত আর্থিক দুর্নীতিতে ছেয়ে গিয়েছে। পঞ্চায়েতে সরকারি টাকার ৮০ শতাংশ চুরি হয়ে যাচ্ছে। ২-৩ বছরের মধ্যেই প্রধানরা নিজেদের বাড়ি বানাচ্ছেন। তৃণমূল, কংগ্রেস, সিপিএম, বিজেপি সমস্ত পঞ্চায়েতে দুর্নীতি হচ্ছে। কিন্তু পঞ্চায়েতস্তরে বার বার এই লাগামছাড়া দুর্নীতির অভিযোগ উঠেছে? গ্রাম পঞ্চায়েতের হাতে অতিরিক্ত ক্ষমতা দেওয়ার জন্য দুর্নীতি বেড়েছে বলে মত সাবিত্রীর। তাঁর মতে, এভাবে চললে মানুষ চাইবে আগামী দিনে পঞ্চায়েত ব্যবস্থা উঠে যাক। অনেক সময় যাদের দোতলা, তিনতলা বাড়ি আছে তারা অন্যভাবে আগে ঘর পেয়ে যাচ্ছে। আর যাদের ঘরবাড়ি নেই তারা ঘর পাচ্ছে না। এমনকী জনস্বার্থে যে প্রকল্পগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় এনেছেন তা প্রধান ও সদস্যদের জন্য ব্যহত হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। এরকম চলতে থাকলে আগামীদিনে মানুষ কতটা তৃণমূলের পাশে থাকবেন তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।